সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

দেশে শিশু হত্যা ও নির্যাতন বেড়েছে

বিএমবিএসের রিপোর্ট

নিজস্ব প্রতিবেদক

দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির আশাব্যঞ্জক পরিবর্তন সেপ্টেম্বর মাসে হয়নি বলে মনে করছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা (বিএমবিএস)। এ মাসে দেশে খুন ৮৫, শিশু হত্যা ২৩ ও ধর্ষণের শিকার ৩১ নারী-শিশু। এ ছাড়া আত্মহত্যা করেছে ৩৩ জন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২৫০ ও আহত হয়েছেন ৮৬৮ জন। বিশেষ করে শিশু হত্যা ও নির্যাতন, গণধর্ষণ, পারিবারিক ও সামাজিক কোন্দলে আহত ও নিহত, গৃহকর্মী নির্যাতন ও খুন, নারী নির্যাতন, রাজনৈতিক সহিংসতার ঘটনা ছিল উল্লেখযোগ্য। সংস্থার মাসিক পর্যবেক্ষণ ও গবেষণায় এ চিত্র ফুটে ওঠে।

বিএমবিএস বলেছে, এ মাসে ধর্ষণের শিকার হয়েছে ৩১ জন নারী ও শিশু, যৌতুকের কারণে প্রাণ দিতে হয়েছে ৫ নারীকে,  ক্রসফায়ারে মৃত্যু ১০ জনের, সামাজিক অসন্তোষ ও পারিবারিক কলহে ২৭ জন নিহত ও ৫৫৮ জন আহত, আত্মহত্যা করেছে ৩৩ জন, সন্ত্রাসী কর্তৃক নিহত ৮৫ এবং আহত ৭৯ জন, এসিড নিক্ষেপের শিকার ৭ জন, সড়ক  দুর্ঘটনায় মৃত্যু ২৫০ ও আহত ৮৬৮ জন, বিএসএফ কর্তৃক নিহত ৫ এবং আহত ৭ জন, ভুল চিকিৎসায় মৃত্যু ৮ জনের, জঙ্গি ও সন্ত্রাসী দমন অভিযানের নামে গ্রেফতার ৪৭৫ জন, নিখোঁজ ১১ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর