সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আট হাজারের বেশি দোয়েল ল্যাপটপ অবিক্রীত

নিজস্ব প্রতিবেদক

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম বলেছেন, দোয়েল ল্যাপটপ প্লান্টে এখন পর্যন্ত ৬২ হাজার ২৪৫টি ল্যাপটপ সংযোজিত করা হয়েছে। এর মধ্যে বিক্রি হয়েছে ৫৩ হাজার ৭৫০টি। আট হাজার ৪৫০টি ল্যাপটপ অবিক্রীত রয়েছে। আর ল্যাপটপ বিক্রি করে টেশিসের লাভ হয়েছে প্রায় ২ কোটি টাকা।

সংসদের গতকালের বৈঠকে মো. ইসরাফিল আলমের (নওগাঁ-৬) এক লিখিত প্রশ্নের উত্তরে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। সংসদে  দেওয়া তথ্য অনুযায়ী, বিক্রিত ল্যাপটপের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় নিয়েছে ২৩ হাজার ৩৩১টি, সেনাবাহিনীতে ২ হাজার ৭৯৯টি, ডাক বিভাগ  ১৩ হাজার ৪৮৫টি,  এটুআইয়ের প্রকল্পে ৮০টি। এ ছাড়া বিভিন্ন সরকারি অফিসে ১৩ হাজার ৭১৬টি ল্যাপটপ বিক্রি করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর