শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
ভাইবার-ইমো নিয়ে ভাবনা চলছে

আন্তর্জাতিক ইনকামিং কল কমে গেছে : বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট বাড়ানোর কারণে দেশে ইনকামিং কল কমে এসেছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। তিনি বলেন, আগে বৈধপথে গড়ে দিনে ১২ কোটি মিনিট ইনকামিং কল দেশে আসত। ২০১৫ সালের আগস্টে কল টার্মিনেশন রেট দেড় সেন্ট থেকে বাড়িয়ে দুই সেন্ট করায় এখন তা দৈনিক গড়ে সাত কোটি মিনিটে নেমে এসেছে।

গতকাল বিটিআরসি কার্যালয়ে ‘অবৈধ ভিওআইপি ও সমসাময়িক বিষয় নিয়ে’ এক সংবাদ সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যান আন্তর্জাতিক কল রেট বৃদ্ধির পর বৈধ কলের পরিমাণ কমে আসার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, কল কমার জন্য শুধু দাম  বাড়ানোই মূল কারণ নয়। ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইমোর মতো স্মার্টফোন অ্যাপে ভয়েস কল সুবিধার কারণে আন্তর্জাতিক ফোনকলের ব্যবসায় প্রভাব পড়েছে। মোবাইল ফোনে এ ধরনের ‘ওভার দ্য টপ’ অ্যাপ ব্যবহার করে ভয়েস কলের সুবিধা নিয়ে আগামী দুই এক মাসের মধ্যে একটি সিদ্ধান্তে আসতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর