শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এবার ফটো সাংবাদিককে পেটাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ফটোসাংবাদিক জীবন আহমেদকে পিটিয়েছে পুলিশ। গতকাল সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনে একুশে বইমেলায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ফটো সাংবাদিক জীবন আহমেদের অভিযোগ, মোটরসাইকেল পার্ক করা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে তাকে পেটানো হয়। তবে পুলিশের দাবি, বাকবিতণ্ডা হলেও তাকে মারধর করা হয়নি। এর আগে ২৬ জানুয়ারি শাহবাগে কোন কারণ ছাড়াই পুলিশ নির্দয়ভাবে পিটিয়েছিল এটিএন নিউজের রিপোর্টার কাজী ইহসান বিন দিদার ও ক্যামেরাপারসন আবদুল আলিমকে। নিউজনেক্সটবিডি ডটকমের ফটোসাংবাদিক জীবন আহমেদ বলেন, পেশাগত দায়িত্ব পালনে একুশে বইমেলায় যাওয়ার পথে তিনি মোটরসাইকেলে টিএসসি এলাকায় যান। পরে সোহরাওয়ার্দী উদ্যানের ফটকের কাছে মোটরসাইকেল রাখতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ সদস্যদের একজন তার কলার চেপে ধরে মোটরসাইকেল থেকে নামিয়ে আনেন ও গালাগাল করেন। এ ছাড়া বুটজুতা দিয়ে তাকে লাথি দেওয়া হয়। পরে তাকে ‘আটক’ করে থানায় নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় আশপাশের লোকজন গিয়ে পুলিশের হাত থেকে তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে  ফটকের কাছে মোটরসাইকেল রাখতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ সদস্যদের একজন তার কলার চেপে ধরে মোটরসাইকেল থেকে নামিয়ে আনেন ও গালাগাল করেন। এ ছাড়া বুটজুতা দিয়ে তাকে লাথি দেওয়া হয়। পরে তাকে ‘আটক’ করে থানায় নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় আশপাশের লোকজন গিয়ে পুলিশের হাত থেকে তাকে উদ্ধার করে। এ ব্যাপারে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক দাবি করেন, জীবন আহমেদ মোটরসাইকেল নিয়ে বইমেলায় ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর