Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
আপলোড : ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:৫০

চট্টগ্রাম প্রেস ক্লাবে পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম প্রেস ক্লাবে  পিঠা উৎসব

বাঙালি সংস্কৃতির আবহে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো বর্ণিল পিঠা উৎসব। গতকাল সকালে প্রেস ক্লাবের ২৭ সদস্যের সহধর্মিণীরা পিঠা উৎসবে অংশ নেন। বাহারি পিঠার মধ্যে ছিল আতিক্কা পিঠা, হৃদয় হরণ, ছাইন্না পিঠা, চিংড়ি পুলি, কিমা ভাপা, সবজিরোল, চিরুনি, ডালের নকশি, গুঁড়া পিঠা, বিন্নি চালের কলাপাতার পিঠা, দুধ পুলি, নারিকেল বরফি বাহার, আলুর রস ডোবা মালাই গজা, সাগুদানা। পিঠা উৎসবে প্রথম পুরস্কার অর্জন করেন মিসেস নূর জাহান, দ্বিতীয় জেসমিন আক্তার ডলি ও তৃতীয় মুক্তি খানম, যুগ্মভাবে চতুর্থ হন রুমা জসিম চৌধুরী এবং সীমা আলম।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর