শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এসডিজির কৌশল নির্ধারণে ই-নাইন শুরু কাল

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার শিক্ষা বিষয়ক ‘এসডিজি-৪’ লক্ষ্য অর্জনের কার্যকর কৌশল নির্ধারণে আগামীকাল ঢাকায় বসছে তিন দিনের ই-নাইন মন্ত্রী পর্যায়ের সম্মেলন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন সকাল সাড়ে ১০টায় ঢাকার র‌্যাডিসন হোটেলে সম্মেলনের উদ্বোধন করবেন। গতকাল বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সবার জন্য শিক্ষা কর্মসূচি সফল করতে ই-নাইনের আগের ১০টি সম্মেলন হয়েছিল জানিয়ে নাহিদ বলেন, এবার সদস্য দেশগুলো শিক্ষা বিষয়ক এসডিজি-৪ লক্ষ্য অর্জনের কার্যকর কৌশল নির্ধারণ করতে বসছে। বাংলাদেশ ও ভারত ছাড়াও ব্রাজিল, চীন, মিসর, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও নাইজেরিয়া এ ফোরামের সদস্য।

সর্বশেষ খবর