রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামে লাইটার জাহাজ শ্রমিকদের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বর্ধিত বেতন-ভাতা পরিশোধের দাবিতে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের একাংশের ডাকে কর্মবিরতি শুরু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে এই কর্মবিরতি শুরু হয়। যদিও এর আগে ১৩ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি শুরুর কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তারা। কর্মবিরতির কারণে চট্টগ্রামে কর্ণফুলী নদীর কমপক্ষে পাঁচটি ঘাটে পণ্য ওঠানামার কাজ বন্ধ হয়ে গেছে।

লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন বলেন, ‘গত বছর ৫ অক্টোবর শ্রমিকদের বর্ধিত মজুরির গেজেট ঘোষণা করে সরকার। এরপর ২৬ সেপ্টেম্বর নতুন বেতন ঘোষণা করা হয়। ১৫ ডিসেম্বর থেকে সব মালিকের ওই হারে বেতন-ভাতা দেওয়ার কথা ছিল। শ্রমিকদের মজুরি বাড়ানোর কথা বলে তারা জাহাজের ভাড়াও বাড়িয়ে নিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত সব জাহাজ মালিক এই বেতন-ভাতা দিচ্ছেন না। তাই বাধ্য হয়ে কর্মবিরতির ডাক দিয়েছি।’ ১৩ ফেব্রুয়ারি থেকে কর্মসূচি পালনের কথা থাকলেও এর আগেই কর্মসূচি শুরুর বিষয়ে শাহাদাত বলেন, ‘আসলে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা বলেছিলাম, দাবি মানা না হলে ১০ ফেব্রুয়ারির পর থেকে অর্থাৎ ১১ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি শুরু হবে।’ এদিকে লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের অন্য অংশের দাবি, চলাচলে তেমন কর্মবিরতির প্রভাব পড়ছে না।

সর্বশেষ খবর