শুক্রবার, ৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

কালবৈশাখী আসছে

নিজস্ব প্রতিবেদক

চলতি মাসে দেশের বিস্তীর্ণ অঞ্চলে পাঁচ-ছয় দিন কালবৈশাখী, বজ ঝড় ও দাবদাহের দাপট থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। গতকাল মার্চের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়া হয়। আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ও বজ ঝড় হতে পারে। মার্চে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর