শিরোনাম
মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

স্থানীয় সরকারকে ৩০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে ৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। গতকাল বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) সঙ্গে পরিকল্পনা কমিশনের এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আযম বলেন, এ প্রকল্পটি বাস্তবায়নে যে পরিমাণ অর্থ ব্যয় হবে তার ৫৪ শতাংশ সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে। সাধারণত অন্য প্রকল্পের ক্ষেত্রে ২ থেকে ৪ শতাংশ সরকারি অংশগ্রহণ থাকে। কিন্তু স্থানীয় সরকার শক্তিশালীকরণে বিশেষ গুরুত্ব দেওয়ায় সরকার এ প্রকল্পে বেশি অর্থায়ন করছে।

সর্বশেষ খবর