বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০১৭ ০০:০০ টা

নারীদের ঋতুকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুই শতাধিক ছাত্রীর অংশগ্রহণে নারীদের বয়ঃসন্ধি এবং ঋতুকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ক সেমিনার করেছে মোনালিসা উইম্যান্স ক্লাব। গতকাল নগরীর সাগরিকা শিল্প এলাকার কাস্টম একাডেমি ল্যাবরেটরি হাইস্কুলে ভিন্নধর্মী এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে নারীর পিরিয়ডকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা ও শিক্ষামূলক বক্তৃতা দেন ডা. ফাহমিদা আক্তার। সঞ্চালনায় ছিলেন বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার সিলভিয়া জাহাঙ্গীর।

সেমিনারে ডা. ফাহমিদা বলেন, মোনালিসা উইম্যান্স ক্লাব নারীদের একটি প্লাটফর্ম। যেখানে তারা নির্দ্বিধায় তাদের চিন্তা চেতনা একে অপরের সঙ্গে শেয়ার করার পথ খুঁজে পাবেন। মোনালিসা উইম্যান্স ক্লাব নারীদের ঋতুকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন স্কুল-কলেজে এই সেমিনার করে আসছে। এতে নারীরা সরাসরি উপকৃত হচ্ছেন। কাস্টমস ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষিকা মেরী দত্ত বলেন, অনেকে নিজের মা-বাবা বা অভিভাবকদের সঙ্গে যেসব বিষয় লজ্জায় বলেন না, এখানে তা বলতে পারবে।

 

সর্বশেষ খবর