মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বঙ্গবন্ধু মেডিকেলে পাল্টাপাল্টি অবস্থান শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

প্রশাসনিক নির্দেশকে উপেক্ষা করে শিক্ষক সমিতির নির্বাচন ও কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অবস্থান নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষকরা। গতকাল নির্বাচনের পক্ষে-বিপক্ষে শিক্ষকদের এই অবস্থানের কারণে জরুরি সিন্ডিকেট সভা ডাকেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। এ বিষয়ে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির জন্য সিন্ডিকেট সভায় নির্বাচন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, ১৩ জুলাই বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ডা. জুলফিকার আলী খানকে সভাপতি ও ডা. জিল্লুর রহমান ভুঁইয়াকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর