মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

২১ আগস্ট স্মরণে বিহাইন্ড দ্য গ্রেনেড

সাংস্কৃতিক প্রতিবেদক

গতকাল ২১ আগস্ট ছিল বাঙালির ইতিহাসে একটি বিভীষিকাময় দিন। ২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে নৃশংস গ্রেনেড হামলা চালানো হয়েছিল। ইতিহাসের বর্বরতম সেই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আর আহত হয়েছিলেন পাঁচ শতাধিক মানুষ। সেই হামলায় নিহত ও আহতদের স্মরণে ‘বিহাইন্ড দ্য গ্রেনেড’ শীর্ষক স্থাপনা শিল্প প্রদর্শনীর আয়োজন করে শিল্পকলা একাডেমি। গতকাল সন্ধ্যায় একাডেমি প্রাঙ্গণে শুরু হয় এই প্রদর্শনী। এতে ৮টি পর্বে ২১ আগস্টের সেই ভয়াবহ ঘটনাবলি উপস্থাপন করা হয়। এ প্রদর্শনীতে স্থাপনা শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে ২০০৪ সালের ২১ আগস্টের নৃশংস গ্রেনেড হামলার বিভিন্ন দিক। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭ জন তরুণ শিল্পীর সঙ্গে এই স্থাপনা শিল্প তৈরিতে অংশ নিয়েছেন দুজন অতিথি শিল্পী। ২০০৪ সালের ২১ আগস্ট সেই গ্রেনেড হামলার সময় গতকাল বিকাল ৫টা ২০ মিনিটে এ প্রদর্শনী শুরু হয়। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহীম হোসেন খান।

 

সর্বশেষ খবর