রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশে থাকতে হলে বঙ্গবন্ধুর চর্চা করতে হবে

—অধ্যাপক আবদুল মান্নান

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, ‘বাংলাদেশে এমন একটি বিশ্ববিদ্যালয়ও আছে, যেখানে জাতীয় দিবস পালন ও বঙ্গবন্ধুর ছবি রাখা হয় না। তাদের ভাষায় বঙ্গবন্ধুর ছবি দেখলে দিনটা অপবিত্র হয়ে যায়। আমি বলি ভাই যান না পাকিস্তানে, প্রতিদিন বোমা ফেলবেন। আপনাদের বাংলাদেশে থাকার দরকার নেই। বাংলাদেশে থাকতে হলে বঙ্গবন্ধুর কথা বলতে হবে, শুনতে হবে ও চর্চা করতে হবে।’ গতকাল দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যায়ের (রাবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রথম অ্যালামনাই সম্মিলন উপলক্ষে আলোচন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর