আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন অভিযোগ করেন, কমিউনিস্ট পার্টি থেকে আওয়ামী লীগে যোগদান করা মন্ত্রীরা সর্বান্তকরণে আওয়ামী লীগ করেন না। দলের চাইতে তারা নিজেদের ব্র্যান্ডিংয়ে বেশি ব্যস্ত। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। তিনি তার স্ট্যাটাসে আরও বলেন, ‘কমিউনিস্টগণ আওয়ামী লীগে যোগদান করলেন। অতিথি পরায়ণ বাঙালির আপন সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ নতুন অতিথিগণকে সাদরে গ্রহণ করল। তারা আসলেন, কেন্দ্রে-জেলায় বড় বড় পদ পেলেন। নৌকায় চড়ে এমপি হলেন, মন্ত্রী হলেন। তারুণ্য থেকে ধারণ করা কমিউনিস্ট আদর্শ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত কমিউনিস্টগণ বিভিন্ন দলে যোগদান করেছেন। যারা হতাশাগ্রস্ত নন, তারা এখনো তাদের আদর্শ ও বিশ্বাস ধারণ করে আছেন। তিনি বলেন, যারা দীর্ঘদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আছেন, মন্ত্রী আছেন তারা কেন সর্বান্তকরণে আওয়ামী লীগকে ধারণ করছেন না! তারা মন্ত্রী হয়ে তাদের মন্ত্রণালয়ে ছাত্রলীগ করে আসা কর্মকর্তাদের রাজাকারের চেয়ে বেশি ঘৃণা করে প্রশাসনিক, মানসিকভাবে নিপীড়ন করে চলেছেন অবিরাম। দেশের মিডিয়াগুলোতে বাম ঘরানার সাংবাদিকদের প্রাধান্যের কারণে তাদের ব্যক্তিগত ব্র্যান্ডিং বেশ চমৎকার। তাদের অধিকাংশই দলের চেয়ে নিজের ব্র্যান্ডিং করতে বেশি উৎসাহী। সবচেয়ে কষ্টের বিষয় হলো, তারা পরিবারে আওয়ামী লীগ লালন করেন না। আবু সাঈদ আল মাহমুদ স্বপন আরও বলেন, আমাদের সন্তানরা মা, বাবা, ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি শব্দ শেখার সঙ্গে সঙ্গে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা শব্দগুলো বলতে শেখে। আমাদের রক্তে, মজ্জায়, চেতনায়, বিশ্বাসে বাংলাদেশ, বঙ্গবন্ধু আর আওয়ামী লীগ। কিন্তু তারা সন্তানকে আওয়ামী লীগ ধারণ করতে শেখান না। যে পিতা তার সন্তানের মাঝে নিজের আদর্শ বিস্তার করেন না, সে পিতা হয় তার নিজের বর্তমান অবস্থানে সন্তুষ্ট নন, অথবা নিজের অবস্থান ও বিশ্বাসকে তিনি মনে-প্রাণে ধারণ করেন না। সম্প্রতি একজন মন্ত্রী সাহেবের কন্যা সন্তানের আওয়ামী লীগ সরকারবিরোধী ফেসবুক প্রচারণা পুনরায় কমিউনিস্টদের আওয়ামী লীগ ধারণ না করার বার্তা বহন করে। কন্যার যদি আওয়ামী লীগ এতই অপছন্দ, সর্বপ্রথম পিতাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের জন্য চাপ দেওয়া উচিত। পিতা-কন্যার সম্পর্কটি কতটা দৃঢ়, কন্যা সন্তানের পিতা হওয়ার কারণে আমি তা বুঝি। (শিরোনামটি স্ট্যাটাসদাতার নিজের দেওয়া)
শিরোনাম
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- হাসিনার আরও দুটি লকার জব্দ
- দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদে উদযাপিত হবে : আইজিপি
- অনিয়ম দূর করতে প্রকল্পের টেন্ডার হবে অনলাইনে : পরিকল্পনা উপদেষ্টা