বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

শওকত ওসমানের জন্মবার্ষিকী উদযাপন

সাংস্কৃতিক প্রতিবেদক

সাহিত্য পুরস্কার, ডাকটিকিট অবমুক্তকরণ ও আলোচনার মধ্য দিয়ে গতকাল কথাসাহিত্যিক শওকত ওসমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে শওকত ওসমান স্মৃতি পরিষদ। এ উপলক্ষে সন্ধ্যায় জাদুুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বক্তৃতা করেন লেখক আন্দালিব রাশদী, সাবেক মন্ত্রী মোস্তাফা জব্বার। ভাষাসংগ্রামী আহমদ রফিকের সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন পরিষদের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। 

এরপর শওকত ওসমানের নামাঙ্কিত সাহিত্য পুরস্কার ঘোষণা করেন আহমদ রফিক। এ বছর এ পুরস্কার পেয়েছেন হারুন পাশা ও রাশেদ রহমান। অনুষ্ঠানে শওকত ওসমানের ছবি সম্বলিত ডাকটিকিট অবমুক্ত করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ আকবর হুসাইন প্রমুখ।

জাতীয় কবিতা উৎসবের নিবন্ধন : বরাবরের মতো এবারও ১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে দুই দিনের জাতীয় কবিতা উৎসব। উৎসবে অংশ নিতে ইচ্ছুক কবিদের নিবন্ধনের আহ্বান করেছে জাতীয় কবিতা পরিষদ। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত টিএসসির দ্বিতীয় তলায় অবস্থিত উৎসব দফতরে নিবন্ধন করা যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। এবারের নিবন্ধন ফি ৩০০ টাকা (ঢাকা মহানগরীর কবিদের জন্য), ২০০ টাকা (ঢাকা মহানগরী ব্যতীত সারা দেশের কবিদের জন্য)। ২ ফেব্রুয়ারি শেষ হবে দুই দিনের এ উৎসব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর