শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ডোবায় কিশোরের লাশ

অস্বাভাবিক মৃত্যু দুজনের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ের একটি ডোবা থেকে মামুন নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে পশ্চিম নন্দীপাড়া জজ মিয়া গলির একটি ডোবায় তার লাশ পাওয়া যায়। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মামুন মাদকাসক্ত ছিল। সে পরিবারের সঙ্গে জজ মিয়া গলিতে থাকত। সকালে তাদের বাসার সামনে একটি ময়লাযুক্ত ডোবার পানিতে মাথা নিচের দিকে ও পা উপরের দিকে অবস্থায় পড়ে ছিল। লাশের ডান থুতনিতে হালকা জখম এবং গলার নিচে হালকা নখের আঁচড় রয়েছে। পানিতে ডুবেই মামুনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের বড় ভাই মাসুদ রানা জানান, মামুন তিন ইয়াবা সেবন করত। ইয়াবা সেবনকে ঘিরে কোনো বিরোধিতার জের ধরে তাকে কেউ হত্যা করে লাশ ডোবায় ফেলে রাখতে পারে।

এদিকে রাজধানীতে পৃথক ঘটনায় দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন ধানমন্ডিতে আসাদুল মোল্লা আশিক (৩০) ও তেজগাঁওয়ে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত পুরুষ। পরে তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ। ধানমন্ডি থানার এসআই বিল্লাল হোসেন জানান, আশিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি সড়ক দুর্ঘটনা, না অন্য কিছু, তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে। এদিকে বুধবার রাতে তেজগাঁও এফডিসি গেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক পুরুষ মারা যান। তার পরনে ছিল ফুলহাতা ছাই রঙের শার্ট, গোল গলা হাফহাতা গঞ্জি ও সাদা-আকাশি চেক লুঙ্গি। রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেসের ধাক্কায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর