রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
নৌকার এজেন্ট হত্যা

বিদায়ী এমপি সিরাজসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

নরসিংদী প্রতিনিধি

একাদশ সংসদ নির্বাচনের দিন নরসিংদী-৩ (শিবপুর) আসনে নৌকার এজেন্ট মিলন মিয়া (৪৫) হত্যার ঘটনায় স্বতন্ত্র এমপি সিরাজুল ইসলাম মোল্লা ও তার ভাই উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম  মোল্লাসহ ৮ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। নিহত মিলনের স্ত্রী পারভীন  বেগম বাদী হয়ে শিবপুর মডেল থানায় এ মামলা করেন। মামলায় স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী হিসেবে নির্বাচন করা বিদায়ী সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে প্রধান আসামি করা হয়। অন্য আসামিদের মধ্যে রয়েছেন আজিজুল হক (৩৫), বকুল মিয়া (৪০), আজিজুল (২৫), সোহেল মিয়া (৩৮), পিয়াল হায়দার (২৫), আমজাদ (৩৫)। পুলিশ জানায়, মামলার বিবরণ অনুযায়ী গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা, তার ভাই তাজুল  মোল্লাসহ তাদের লোকজন কুন্দারপাড়া কেন্দ্রে প্রবেশ করে জোরপূর্বক সিংহ প্রতীকে সিল মারার চেষ্টা করেন। এ সময় নৌকা প্রতীকের এজেন্ট মিলন মিয়া বাধা দেন। ওই সময় সিরাজুল ইসলাম মোল্লা ও তার  লোকজন মিলন মিয়াকে টানাহেঁচড়া করে কেন্দ্রের বাইরে নিয়ে যান। পরে তাকে এলোপাতাড়ি মারপিটের পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নির্বাচনের দিন দুপুর ১২টার দিকে শিবপুরের কুন্দারপাড়ার ভোটকেন্দ্রের কাছ থেকে পুলিশ নৌকার এজেন্ট মিলন মিয়ার গলাকাটা লাশ উদ্ধার করে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন জহিরুল হক ভূঁইয়া মোহন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা।

সর্বশেষ খবর