দেশের পাঁচজন পথিকৃৎ সাংবাদিকের নামে জাতীয় প্রেস ক্লাবের চারটি হল ও পাঠাগারের নামকরণ করা হয়েছে। গতকাল ক্লাবের বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপি, নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এসব হল ও পাঠাগারের নামফলক উন্মোচন করেন। পরে ক্লাবের বিদায়ী ও নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির যৌথ সভায় নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমানকে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। যাদের নামে জাতীয় প্রেস ক্লাবের হল ও পাঠাগারের নামকরণ করা হয়েছে, তারা হলেন- মরহুম মওলানা মোহাম্মদ আকরম খাঁ, জহুর হোসেন চৌধুরী, আবদুস সালাম, তফাজ্জল হোসেন মানিক মিয়া ও কবি শামসুর রাহমান। নামফলক উন্মোচন অনুষ্ঠানে ক্লাবের পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, যাদের নামে হল ও পাঠাগারের নামকরণ করা হয়েছে, তারা ছিলেন আমাদের সাংবাদিক সমাজের অহংকার। এখন থেকে প্রতিদিনই এসব হলে অনুষ্ঠিত অনুষ্ঠান সংক্রান্ত সংবাদে তাদের নাম প্রকাশ হবে। এই নামকরণের মাধ্যমে আমরা প্রতিদিন এই পথিকৃৎ সাংবাদিকদের স্মরণ করতে চাই। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমান বলেন, আমি জাতীয় সংসদে আমার নির্বাচনী এলাকার জনগণের পাশাপাশি সাংবাদিক সমাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরব। নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম বলেন, প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম। সবাই মিলে একে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে, এর মর্যাদা আরও বাড়াতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের সিনিয়র সদস্য ও সাংবদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ইকবাল সোবহান চৌধুরী, হারুন হাবীব, জাহিদুজ্জামান ফারুক, শাহজাহান সরদার, শাহজাহান মিয়া, মনজুরুল আহসান বুলবুল, আজিজুল ইসলাম ভূইয়া, জাকারিয়া কাজল, মোল্লা জালাল, শাবান মাহমুদ, আবু জাফর সূর্য, সোহেল হায়দার চৌধুরী, ওমর ফারুক প্রমুখ।
শিরোনাম
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
নতুন কমিটির দায়িত্বগ্রহণ
পাঁচ সাংবাদিকের নামে জাতীয় প্রেস ক্লাবের চারটি হল ও লাইব্রেরি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর