দেশের পাঁচজন পথিকৃৎ সাংবাদিকের নামে জাতীয় প্রেস ক্লাবের চারটি হল ও পাঠাগারের নামকরণ করা হয়েছে। গতকাল ক্লাবের বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপি, নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এসব হল ও পাঠাগারের নামফলক উন্মোচন করেন। পরে ক্লাবের বিদায়ী ও নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির যৌথ সভায় নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমানকে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। যাদের নামে জাতীয় প্রেস ক্লাবের হল ও পাঠাগারের নামকরণ করা হয়েছে, তারা হলেন- মরহুম মওলানা মোহাম্মদ আকরম খাঁ, জহুর হোসেন চৌধুরী, আবদুস সালাম, তফাজ্জল হোসেন মানিক মিয়া ও কবি শামসুর রাহমান। নামফলক উন্মোচন অনুষ্ঠানে ক্লাবের পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, যাদের নামে হল ও পাঠাগারের নামকরণ করা হয়েছে, তারা ছিলেন আমাদের সাংবাদিক সমাজের অহংকার। এখন থেকে প্রতিদিনই এসব হলে অনুষ্ঠিত অনুষ্ঠান সংক্রান্ত সংবাদে তাদের নাম প্রকাশ হবে। এই নামকরণের মাধ্যমে আমরা প্রতিদিন এই পথিকৃৎ সাংবাদিকদের স্মরণ করতে চাই। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমান বলেন, আমি জাতীয় সংসদে আমার নির্বাচনী এলাকার জনগণের পাশাপাশি সাংবাদিক সমাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরব। নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম বলেন, প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম। সবাই মিলে একে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে, এর মর্যাদা আরও বাড়াতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের সিনিয়র সদস্য ও সাংবদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ইকবাল সোবহান চৌধুরী, হারুন হাবীব, জাহিদুজ্জামান ফারুক, শাহজাহান সরদার, শাহজাহান মিয়া, মনজুরুল আহসান বুলবুল, আজিজুল ইসলাম ভূইয়া, জাকারিয়া কাজল, মোল্লা জালাল, শাবান মাহমুদ, আবু জাফর সূর্য, সোহেল হায়দার চৌধুরী, ওমর ফারুক প্রমুখ।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে