দেশের পাঁচজন পথিকৃৎ সাংবাদিকের নামে জাতীয় প্রেস ক্লাবের চারটি হল ও পাঠাগারের নামকরণ করা হয়েছে। গতকাল ক্লাবের বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপি, নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এসব হল ও পাঠাগারের নামফলক উন্মোচন করেন। পরে ক্লাবের বিদায়ী ও নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির যৌথ সভায় নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমানকে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। যাদের নামে জাতীয় প্রেস ক্লাবের হল ও পাঠাগারের নামকরণ করা হয়েছে, তারা হলেন- মরহুম মওলানা মোহাম্মদ আকরম খাঁ, জহুর হোসেন চৌধুরী, আবদুস সালাম, তফাজ্জল হোসেন মানিক মিয়া ও কবি শামসুর রাহমান। নামফলক উন্মোচন অনুষ্ঠানে ক্লাবের পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, যাদের নামে হল ও পাঠাগারের নামকরণ করা হয়েছে, তারা ছিলেন আমাদের সাংবাদিক সমাজের অহংকার। এখন থেকে প্রতিদিনই এসব হলে অনুষ্ঠিত অনুষ্ঠান সংক্রান্ত সংবাদে তাদের নাম প্রকাশ হবে। এই নামকরণের মাধ্যমে আমরা প্রতিদিন এই পথিকৃৎ সাংবাদিকদের স্মরণ করতে চাই। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমান বলেন, আমি জাতীয় সংসদে আমার নির্বাচনী এলাকার জনগণের পাশাপাশি সাংবাদিক সমাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরব। নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম বলেন, প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম। সবাই মিলে একে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে, এর মর্যাদা আরও বাড়াতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের সিনিয়র সদস্য ও সাংবদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ইকবাল সোবহান চৌধুরী, হারুন হাবীব, জাহিদুজ্জামান ফারুক, শাহজাহান সরদার, শাহজাহান মিয়া, মনজুরুল আহসান বুলবুল, আজিজুল ইসলাম ভূইয়া, জাকারিয়া কাজল, মোল্লা জালাল, শাবান মাহমুদ, আবু জাফর সূর্য, সোহেল হায়দার চৌধুরী, ওমর ফারুক প্রমুখ।
শিরোনাম
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
নতুন কমিটির দায়িত্বগ্রহণ
পাঁচ সাংবাদিকের নামে জাতীয় প্রেস ক্লাবের চারটি হল ও লাইব্রেরি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর