দেশের পাঁচজন পথিকৃৎ সাংবাদিকের নামে জাতীয় প্রেস ক্লাবের চারটি হল ও পাঠাগারের নামকরণ করা হয়েছে। গতকাল ক্লাবের বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপি, নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এসব হল ও পাঠাগারের নামফলক উন্মোচন করেন। পরে ক্লাবের বিদায়ী ও নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির যৌথ সভায় নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমানকে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। যাদের নামে জাতীয় প্রেস ক্লাবের হল ও পাঠাগারের নামকরণ করা হয়েছে, তারা হলেন- মরহুম মওলানা মোহাম্মদ আকরম খাঁ, জহুর হোসেন চৌধুরী, আবদুস সালাম, তফাজ্জল হোসেন মানিক মিয়া ও কবি শামসুর রাহমান। নামফলক উন্মোচন অনুষ্ঠানে ক্লাবের পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, যাদের নামে হল ও পাঠাগারের নামকরণ করা হয়েছে, তারা ছিলেন আমাদের সাংবাদিক সমাজের অহংকার। এখন থেকে প্রতিদিনই এসব হলে অনুষ্ঠিত অনুষ্ঠান সংক্রান্ত সংবাদে তাদের নাম প্রকাশ হবে। এই নামকরণের মাধ্যমে আমরা প্রতিদিন এই পথিকৃৎ সাংবাদিকদের স্মরণ করতে চাই। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমান বলেন, আমি জাতীয় সংসদে আমার নির্বাচনী এলাকার জনগণের পাশাপাশি সাংবাদিক সমাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরব। নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম বলেন, প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম। সবাই মিলে একে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে, এর মর্যাদা আরও বাড়াতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের সিনিয়র সদস্য ও সাংবদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ইকবাল সোবহান চৌধুরী, হারুন হাবীব, জাহিদুজ্জামান ফারুক, শাহজাহান সরদার, শাহজাহান মিয়া, মনজুরুল আহসান বুলবুল, আজিজুল ইসলাম ভূইয়া, জাকারিয়া কাজল, মোল্লা জালাল, শাবান মাহমুদ, আবু জাফর সূর্য, সোহেল হায়দার চৌধুরী, ওমর ফারুক প্রমুখ।
শিরোনাম
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
নতুন কমিটির দায়িত্বগ্রহণ
পাঁচ সাংবাদিকের নামে জাতীয় প্রেস ক্লাবের চারটি হল ও লাইব্রেরি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর