দেশের পাঁচজন পথিকৃৎ সাংবাদিকের নামে জাতীয় প্রেস ক্লাবের চারটি হল ও পাঠাগারের নামকরণ করা হয়েছে। গতকাল ক্লাবের বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপি, নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এসব হল ও পাঠাগারের নামফলক উন্মোচন করেন। পরে ক্লাবের বিদায়ী ও নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির যৌথ সভায় নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করে। এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমানকে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। যাদের নামে জাতীয় প্রেস ক্লাবের হল ও পাঠাগারের নামকরণ করা হয়েছে, তারা হলেন- মরহুম মওলানা মোহাম্মদ আকরম খাঁ, জহুর হোসেন চৌধুরী, আবদুস সালাম, তফাজ্জল হোসেন মানিক মিয়া ও কবি শামসুর রাহমান। নামফলক উন্মোচন অনুষ্ঠানে ক্লাবের পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, যাদের নামে হল ও পাঠাগারের নামকরণ করা হয়েছে, তারা ছিলেন আমাদের সাংবাদিক সমাজের অহংকার। এখন থেকে প্রতিদিনই এসব হলে অনুষ্ঠিত অনুষ্ঠান সংক্রান্ত সংবাদে তাদের নাম প্রকাশ হবে। এই নামকরণের মাধ্যমে আমরা প্রতিদিন এই পথিকৃৎ সাংবাদিকদের স্মরণ করতে চাই। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মুহম্মদ শফিকুর রহমান বলেন, আমি জাতীয় সংসদে আমার নির্বাচনী এলাকার জনগণের পাশাপাশি সাংবাদিক সমাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরব। নবনির্বাচিত সভাপতি সাইফুল আলম বলেন, প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম। সবাই মিলে একে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে, এর মর্যাদা আরও বাড়াতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের সিনিয়র সদস্য ও সাংবদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ইকবাল সোবহান চৌধুরী, হারুন হাবীব, জাহিদুজ্জামান ফারুক, শাহজাহান সরদার, শাহজাহান মিয়া, মনজুরুল আহসান বুলবুল, আজিজুল ইসলাম ভূইয়া, জাকারিয়া কাজল, মোল্লা জালাল, শাবান মাহমুদ, আবু জাফর সূর্য, সোহেল হায়দার চৌধুরী, ওমর ফারুক প্রমুখ।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
নতুন কমিটির দায়িত্বগ্রহণ
পাঁচ সাংবাদিকের নামে জাতীয় প্রেস ক্লাবের চারটি হল ও লাইব্রেরি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর