ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়া ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন-এর খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন মোল্লার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে আদালত। গতকাল বিকালে জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। এর আগে সকালে হেদায়েত হোসেন মোল্লার স্থায়ী জামিনের আবেদন করেন আইনজীবীরা। এদিকে একই মামলায় আজ নিয়মিত শুনানির দিন ধার্য রয়েছে। বিবাদী পক্ষের আইনজীবী মো. মাছুম বিল্লাহ জানান, সাংবাদিক হেদায়েত আগে থেকেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত ছিলেন। পুলিশি হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে গত ৩ জানুয়ারি বিচারক তাকে ১৪ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওই জামিন শেষে সোমবার আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক আগামী ৩০ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। তিনি বলেন, পূর্ব নির্ধারিত ১৫ জানুয়ারি মামলার নিয়মিত শুনানি অনুষ্ঠিত হবে। জানা যায়, একাদশ সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগে খুলনার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বাদী হয়ে বটিয়াঘাটা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এই মামলায় সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লা ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার রাশিদুল ইসলামকে আসামি করা হয়। পরে হেদায়েত হোসেনকে গ্রেফতার করে পুলিশ। মামলার এজাহারে বলা হয়, সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে খুলনা-১ আসনে মোট ভোটারের তুলনায় ২২ হাজার ৪১৯ ভোট বেশি পড়েছে বলে মিথ্যা সংবাদ প্রকাশ ও পরস্পরের যোগসাজশে বটিয়াঘাটা উপজেলা কম্পাউন্ডের মধ্যে ইলেকট্রনিক ডিভাইস/ল্যাপটপ ব্যবহার করে উক্ত সংবাদ অনলাইনে প্রকাশ করা হয়েছে।
শিরোনাম
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শ্রীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত