ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়া ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন-এর খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন মোল্লার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে আদালত। গতকাল বিকালে জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। এর আগে সকালে হেদায়েত হোসেন মোল্লার স্থায়ী জামিনের আবেদন করেন আইনজীবীরা। এদিকে একই মামলায় আজ নিয়মিত শুনানির দিন ধার্য রয়েছে। বিবাদী পক্ষের আইনজীবী মো. মাছুম বিল্লাহ জানান, সাংবাদিক হেদায়েত আগে থেকেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত ছিলেন। পুলিশি হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে গত ৩ জানুয়ারি বিচারক তাকে ১৪ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওই জামিন শেষে সোমবার আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক আগামী ৩০ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। তিনি বলেন, পূর্ব নির্ধারিত ১৫ জানুয়ারি মামলার নিয়মিত শুনানি অনুষ্ঠিত হবে। জানা যায়, একাদশ সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগে খুলনার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বাদী হয়ে বটিয়াঘাটা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এই মামলায় সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লা ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার রাশিদুল ইসলামকে আসামি করা হয়। পরে হেদায়েত হোসেনকে গ্রেফতার করে পুলিশ। মামলার এজাহারে বলা হয়, সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে খুলনা-১ আসনে মোট ভোটারের তুলনায় ২২ হাজার ৪১৯ ভোট বেশি পড়েছে বলে মিথ্যা সংবাদ প্রকাশ ও পরস্পরের যোগসাজশে বটিয়াঘাটা উপজেলা কম্পাউন্ডের মধ্যে ইলেকট্রনিক ডিভাইস/ল্যাপটপ ব্যবহার করে উক্ত সংবাদ অনলাইনে প্রকাশ করা হয়েছে।
শিরোনাম
- অবশেষে দাদির কোলে ফিরলো হারিয়ে যাওয়া শিশু রোজামনি
- প্যারিসের প্রেমের সেতুতে তালা দিলেন মেহজাবীন
- সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন
- বেসরকারি শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন পরিপত্র
- নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
- ক্লাস-পরীক্ষা বর্জন করে জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে তালা
- ক্যালগেরির সংগীত সন্ধ্যায় প্রবাসীদের মাতালেন মিনার-মিলা
- মিটফোর্ড হাসপাতাল ‘শাটডাউন’ ঘোষণা
- ভারতের রাজ্যসভায় মনোনীত চার সাংসদের নাম ঘোষণা
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা
- অন্নদা স্কুলের দেড়শ বছর উদযাপনের কার্যক্রমের উদ্বোধন
- রাজধানীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- ভালুকায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
- চলে গেলেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও
- যে কারণে কমেডিয়ান রোজির নাগরিকত্ব কেড়ে নিতে চান ট্রাম্প
- বনানীতে সড়ক অবরোধ সিএনজি চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
- শাহীন ডাকাত বাহিনীর ক্যাশিয়ার ইকবালসহ গ্রেফতার ২
- মিটফোর্ডে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
- সারা দেশে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি
ডিজিটাল আইনে মামলা
সাংবাদিক হেদায়েতের জামিন মেয়াদ বাড়ল
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর