ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়া ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন-এর খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন মোল্লার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে আদালত। গতকাল বিকালে জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। এর আগে সকালে হেদায়েত হোসেন মোল্লার স্থায়ী জামিনের আবেদন করেন আইনজীবীরা। এদিকে একই মামলায় আজ নিয়মিত শুনানির দিন ধার্য রয়েছে। বিবাদী পক্ষের আইনজীবী মো. মাছুম বিল্লাহ জানান, সাংবাদিক হেদায়েত আগে থেকেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত ছিলেন। পুলিশি হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে গত ৩ জানুয়ারি বিচারক তাকে ১৪ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন। ওই জামিন শেষে সোমবার আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করলে বিচারক আগামী ৩০ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। তিনি বলেন, পূর্ব নির্ধারিত ১৫ জানুয়ারি মামলার নিয়মিত শুনানি অনুষ্ঠিত হবে। জানা যায়, একাদশ সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগে খুলনার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বাদী হয়ে বটিয়াঘাটা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এই মামলায় সাংবাদিক হেদায়েত হোসেন মোল্লা ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার রাশিদুল ইসলামকে আসামি করা হয়। পরে হেদায়েত হোসেনকে গ্রেফতার করে পুলিশ। মামলার এজাহারে বলা হয়, সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে খুলনা-১ আসনে মোট ভোটারের তুলনায় ২২ হাজার ৪১৯ ভোট বেশি পড়েছে বলে মিথ্যা সংবাদ প্রকাশ ও পরস্পরের যোগসাজশে বটিয়াঘাটা উপজেলা কম্পাউন্ডের মধ্যে ইলেকট্রনিক ডিভাইস/ল্যাপটপ ব্যবহার করে উক্ত সংবাদ অনলাইনে প্রকাশ করা হয়েছে।
শিরোনাম
- ল্যুভরের পর এবার ফ্রান্সে সোনার কারখানায় দুঃসাহসিক চুরি
- শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক
- সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- রাজধানীতে ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি
- মিডিয়া ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াতে বিএনপির ৭ টিম গঠন
- অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে গ্রেফতার ৪৫ বাংলাদেশি
- ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে’
- এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০৯ মামলা
- ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : মামুনুল হক
- গাজীপুরে নদীপথে ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীর শোভাযাত্রা ও গণসংযোগ
- একটি দল সুকৌশলে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে : দুলু
- স্তন ক্যান্সার প্রতিরোধে পুরুষের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ: চসিক মেয়র
- বগুড়ায় খোকন হত্যায় ২৫ জনের বিরুদ্ধে মামলা
- জুলাই সনদ জনগণের নয়, উপদেষ্টাদের ভবিষ্যৎ সুবিধার জন্য: হাফিজ
- ১৫ নভেম্বরের মধ্যে দাবি না মানলে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ঘোষণা
- নির্বাচনের আগে ইসলামকে রাজনৈতিক ফায়দা লাভে ব্যবহারের চেষ্টা : সালাহউদ্দিন
- রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩
- গাইবান্ধায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- বাগেরহাটে গাছচাপা পড়ে শ্রমিকের মৃত্যু