মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

একাদশ সংসদের সদস্যদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক

সংবিধান অনুসারে দশম জাতীয় সংসদ ভেঙে না দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের সংসদ সদস্য হিসেবে নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন এ রিট করেন। পরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন আইনজীবী এহসানুর রহমান। এর আগে গত ৮ জানুয়ারি একই কারণে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিশ দেওয়া হয়। ওই নোটিশে বলা হয়, সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদে সংসদ ভেঙে দিয়ে পুনরায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। কিন্তু সে অনুচ্ছেদ প্রতিপালন না করে পুনরায় সংসদ সদস্যরা শপথ নেওয়ায় বর্তমানে দুটি সংসদ বহাল রয়েছে, যা সংবিধান পরিপন্থী। কিন্তু সেই নোটিশের কোনো জবাব না পেয়ে হাইকোর্টে রিট করা হয়। এর আগে গত ৩ জানুয়ারি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্যদের শপথ পাঠ করান।

সর্বশেষ খবর