বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে চিকিৎসকদের আন্তর্জাতিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ৭৯৭ জন চিকিৎসক নিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। গতকাল সকাল ৮টায় নগরের হোটেল রেডিসন ব্লুতে ‘জরুরি পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যসেবা প্রদান’ শীর্ষক সম্মেলন শুরু হয়। সম্মেলনে দেশি ৯৮ জন ও বিদেশি ১১ জন চিকিৎসক মোট ১০৬টি বৈজ্ঞানিক ধারণাপত্র উপস্থাপন করবেন।

উপস্থাপন করা হবে চিকিৎসাসংশ্লিষ্ট ১১টি পোস্টার। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ (সিআইডিসি) এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, কোরিয়া, তুরস্ক ও শ্রীলঙ্কার চিকিৎসক অংশগ্রহণ করেন। সিআইএমসির অধ্যক্ষ আমির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যাপক ড. আজমী মোহাম্মদ নুর, অধ্যাপক ডা. মুসলিম উদ্দিন সবুজ, ডা. কামরুল হাসান, ডা. সরওয়ার কামাল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর