পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, থানা হবে জনগণের সেবার কেন্দ্রবিন্দু। মাদকের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। গতকাল বিকালে পুলিশ সপ্তাহের তৃতীয় দিনে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে বিভিন্ন বিভাগে সাফল্য অর্জনকারী ইউনিট এবং ২০১৯ এর কুচকাওয়াজ ও শিল্ড প্যারেডে বিজয়ী দলকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে ২০১৮ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ৫১৪ জন পুলিশ সদস্যকে আইজি ব্যাজ দেওয়া হয়। জানা গেছে, ২০১৮ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ‘ক’ গ্রুপে চট্টগ্রাম জেলা প্রথম, সিএমপি দ্বিতীয় এবং কুমিল্লা জেলা তৃতীয় হয়েছে। ‘খ’ গ্রুপে কক্সবাজার প্রথম, যশোর দ্বিতীয় ও নরসিংদী জেলা তৃতীয় হয়েছে। ‘গ’ গ্রুপে রাজবাড়ী প্রথম, চাঁপাইনবাবগঞ্জ দ্বিতীয় ও গাজীপুর জেলা তৃতীয় হয়েছে। ‘ঘ’ গ্রুপে র্যাব-৭ প্রথম, র্যাব-৮ দ্বিতীয় এবং র্যাব-৫ তৃতীয় হয়েছে। ‘ঙ’ গ্রুপে ডিবি, ডিএমপি প্রথম, ডিএমপির গুলশান বিভাগ দ্বিতীয় ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম তৃতীয় হয়েছে। ২০১৮ সালে মাদকদ্রব্য উদ্ধারে ‘ক’ গ্রুপে সিএমপি প্রথম, কুমিল্লা দ্বিতীয় ও চট্টগ্রাম জেলা তৃতীয় হয়েছে। ‘খ’ গ্রুপে কক্সবাজার প্রথম, নারায়ণগঞ্জ দ্বিতীয় ও ফেনী জেলা তৃতীয় হয়েছে। ‘গ’ গ্রুপে লালমনিরহাট প্রথম, আরএমপি দ্বিতীয় ও মাদারীপুর জেলা তৃতীয় হয়েছে। ‘ঘ’ গ্রুপে র্যাব-৭ প্রথম, র্যাব-৫ দ্বিতীয় ও র্যাব-২ তৃতীয় হয়েছে। ‘ঙ’ গ্রুপে ডিএমপির ডিবি প্রথম, সিটিটিসি দ্বিতীয় এবং ওয়ারী বিভাগ তৃতীয় হয়েছে। ‘চ’ গ্রুপে হাইওয়ে পুলিশ প্রথম, রেলওয়ে পুলিশ দ্বিতীয় ও এপিবিএন তৃতীয় হয়েছে। ২০১৮ সালে চোরাচালান মালামাল উদ্ধারে ‘ক’ গ্রুপে সিএমপি প্রথম, কুমিল্লা দ্বিতীয় ও দিনাজপুর জেলা তৃতীয় হয়েছে। ‘খ’ গ্রুপে যশোর প্রথম, ফেনী দ্বিতীয় ও বাগেরহাট জেলা তৃতীয় হয়েছে। ‘গ’ গ্রুপে চাঁপাই প্রথম, জয়পুরহাট দ্বিতীয় ও চুয়াডাঙ্গা জেলা তৃতীয় হয়েছে। ‘ঘ’ গ্রুপে র্যাব-৭ প্রথম, র্যাব-২ দ্বিতীয় ও র্যাব-১১ তৃতীয় হয়েছে। ‘ঙ’ গ্রুপে ডিএমপির মিরপুর বিভাগ প্রথম, উত্তরা বিভাগ দ্বিতীয় ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম তৃতীয় হয়েছে। ‘চ’ গ্রুপে এপিবিএন প্রথম, হাইওয়ে পুলিশ দ্বিতীয় ও রেলওয়ে পুলিশ তৃতীয় হয়েছে। পুলিশ সপ্তাহ ২০১৯-এর কুচকাওয়াজ প্রতিযোগিতায় প্রথম এপিবিএন, দ্বিতীয় শিল্প পুলিশ এবং তৃতীয় যৌথ মেট্রোপলিটন পুলিশ দল। শিল্ড প্যারেড প্রতিযোগিতায় প্রথম এপিবিএন দল, দ্বিতীয় যৌথ মেট্রোপলিটন দল এবং তৃতীয় শিল্প পুলিশ দল। আইজিপি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ইউনিটের মধ্যে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন।
শিরোনাম
- নওগাঁয় ভুয়া ৪ পুলিশ সদস্যসহ গ্রেফতার ৬
- আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গেল ১,১৯২ কেজি ইলিশ
- তেঁতুলিয়ায় পানিবন্দি ২০ পরিবারের জলাবদ্ধতা নিরসনে বিএনপির উদ্যোগ
- যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
- চট্টগ্রামের সড়ক যেন মৃত্যুকূপ, ছয় মাসে নিহত আড়াইশো
- জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবলে টাঙ্গাইলকে ৪-১ গোলে হারাল নেত্রকোনা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ৬৪৭
- রাঙামাটি লিগ্যাল এইডে সমাধান হবে ৮ মামলা
- নারায়ণগঞ্জে ২২৪ মন্ডপে দুর্গাপূজা
- ক্যান্সার আক্রান্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো
- রাজনীতিতে স্থিতিশীলতা চায় বিএনপি : আমীর খসরু
- নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি
- ফেলানীর ছোট ভাইকে চাকরি দিলো বিজিবি
- সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- খাগড়াছড়ির পাহাড়ে পূজার আমেজ, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গোৎসবে সারা’র আয়োজন
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু