মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
বিএসটিআইর অভিযান

কারচুপির অভিযোগে দুই পেট্রলপাম্পের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

ওজন ও পরিমাপে কারচুপির অভিযোগে রাজধানীর দুটি পেট্রলপাম্পের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ড্রিংকিংওয়াটার উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। বিএসটিআইর সার্ভিল্যান্স টিম কল্যাণপুরে মেসার্স ট্রাস্ট ফিলিং স্টেশন ও তেজগাঁওয়ে মেসার্স সিটি ফিলিং স্টেশনে ওজন ও পরিমাপ মানদ- আইন লঙ্ঘনের প্রমাণ পায়। এ ঘটনায় মামলা করা হয়েছে।

পানির জার ধ্বংসসহ ৬টি প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ : বিএসটিআইর আরেকটি দল সায়েদাবাদ, উত্তর যাত্রাবাড়ী, ডেমরা রোড, মীর হাজীরবাগ ও শ্যামপুর এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে। অভিযানে সায়েদাবাদের বিক্রমপুর ড্রিংকিংওয়াটার, যাত্রাবাড়ীর এস টি ড্রিংকিং ওয়াটার, উত্তর যাত্রাবাড়ীর এনার্জি ড্রিংকিং ওয়াটার, শ্যামপুরের সতেজ ড্রিংকিংওয়াটার ও মা এন্টারপ্রাইজের নোংরা ও অস্বাস্থ্যকর জার ধ্বংসসহ পানির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। একই এলাকার হোটেল ও রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে ১ হাজার ২০০ পানির জার ধ্বংস করা হয়। এ ছাড়া যাত্রাবাড়ীর সুপারমর্নিং ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়।

সর্বশেষ খবর