পরীক্ষায় পাস করেও নিয়োগ পাচ্ছে না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৯ দফতরি কাম নৈশ্যপ্রহরী। মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরও নিয়োগ দেওয়া হচ্ছে না তাদের। মন্ত্রী বা সচিবের ফোন ছাড়া এই নৈশ্যপ্রহরীদের নিয়োগ দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক। জানা গেছে, গত অক্টোবর মাসে সারা দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে দফতরি কাম নৈশ্যপ্রহরী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। ওই সময় সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩৯টি বিদ্যালয়েও দফতরি কাম নৈশ্যপ্রহরী নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের ১৩ অক্টোবর পরীক্ষার ফলাফলও ঘোষণা করা হয়। এর পরদিন বিগত সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার সিলেট সফরে এলে আওয়ামী লীগের এক নেতা নৈশ্যপ্রহরী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলেন। ওই সময় মন্ত্রী তাৎক্ষণিক সারা দেশের দফতরি কাম নৈশ্যপ্রহরী নিয়োগ স্থগিত রাখার মৌখিক নির্দেশ দেন। ১৭ অক্টোবর স্থগিতাদেশ দিয়ে পরিপত্র জারি করা হয়। এর চারদিন পর ২১ অক্টোবর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাজমা শেখ স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। এরপর সারা দেশে নিয়োগ কার্যকর হলেও বঞ্চিত থাকেন শুধুমাত্র সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩৯ জন। নিয়োগ নিয়ে আওয়ামী লীগ নেতার উত্থাপিত অভিযোগ তদন্ত করে শিক্ষা অফিস ও জেলা প্রশাসন। এরপর জেলা প্রশাসক কাজী মো. এমদাদুল ইসলাম বলেন, ‘তদন্তে জকিগঞ্জ উপজেলায় দফতরি কাম নৈশ্যপ্রহরী নিয়োগে কোনো অনিয়মের সত্যতা পাওয়া যায়নি। কিন্তু এরপরও মন্ত্রী যেহেতু মৌখিকভাবে নিয়োগ স্থগিত করেছিলেন, তাই নিয়োগ কার্যকরে তার মৌখিক নির্দেশনা প্রয়োজন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী বা সচিব টেলিফোনে নিয়োগ কার্যকরের নির্দেশ দিলেই ওই ৩৯ জনের নিয়োগ চূড়ান্ত হবে।’ এদিকে প্রায় চারমাস আগে পরীক্ষায় উর্ত্তীণ হওয়ার পরও নিয়োগ না পেয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন নৈশ্যপ্রহরীরা। অনেকে স্কুলের চাকরির আশায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে এখন অসহায় হয়ে পড়েছেন।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা