স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কারাগারে থাকা আসামিদের অর্ধেকই মাদক ব্যবসায়ী। তবে আমাদের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার চেয়েও অনেক বেশি সাজাপ্রাপ্ত আসামি আছে। দেশে কোনো অবৈধ কিছু আমরা করতে দেব না। গতকাল নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ অডিটরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত ‘মাদক, সন্ত্রাস ও অবৈধ দখলমুক্ত করতে করণীয় নির্ধারণ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাস দমনের মতো আমরা মাদক নিয়ন্ত্রণেও সফল হব। এখানে একবিন্দুও কাউকে ছাড় দেওয়া হবে না। যেসব এলাকা দিয়ে আমাদের দেশে মাদক ঢুকছে, সেসব এলাকায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করেছি। তারপরও মাদক ঢুকছে। এসব নিয়ন্ত্রণে আমরা কাজ করে যাচ্ছি। বর্ডার এলাকায় সেন্সর লাগানো হচ্ছে, যাতে অনুপ্রবেশকারীরা ঢুকতে না পারে। শুধু আইনশৃঙ্খলা বাহিনী এককভাবে কাজ করলে হবে না। জনগণ ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে সচেতন হতে হবে। নাগরিক আন্দোলন গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, পথচারীদের চলাচল নির্বিঘœ করতে ফুটপাথ থেকে হকার উচ্ছেদ শুরু হয়েছে। এই উচ্ছেদ কার্যক্রম চলতে থাকবে। অবৈধ দখলকারীকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না। অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, সুরক্ষা সেবা বিভাগের সচিব শহিদুজ্জামান, ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী, মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহিত কামালসহ বিশিষ্ট ব্যক্তি ও ডিএসসিসির ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
শিরোনাম
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে