শিরোনাম
বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সাত দফা দাবিতে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

কলেজের পরিসর বাড়ানো, যাতায়াতের জন্য বাস ও প্রয়োজনীয় শ্রেণিকক্ষ নির্মাণসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছে পুরান ঢাকার সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানায় তারা। মানববন্ধনে কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী এসএম  সোহেল বলেন, কলেজে প্রয়োজনীয় জায়গা নেই। শিক্ষার্থীদের থাকার হল নেই। নেই যাতায়াতের জন্য বাস। এমনকি পাঠদানের জন্য প্রয়োজনীয় শ্রেণিকক্ষ অপ্রতুল। এজন্য অনেক সময় ক্লাস করা সম্ভব হয় না। শিক্ষার্থীদের পড়ার জন্য লাইব্রেরিটাও ব্যবহারের অনুপোযোগী। তিনি বলেন, অনেক সময় নির্ধারিত ক্লাসে গিয়ে দেখা যায় অন্যবিভাগের ক্লাস নিচ্ছেন শিক্ষক। তখন দাঁড়িয়ে থাকতে হয় ক্লাস শেষ না হওয়া পর্যন্ত । তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- ডি আই টি মার্কেটে হল তৈরি করা, কলেজে খেলার মাঠের ব্যবস্থা,  লাইব্রেরির  সংস্কার এবং ক্যাম্পাসে ক্যান্টিনের ব্যবস্থা করা। কলেজের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আয়শা মনি, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আফিসা জান্নাত নিঝুমসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর