সোমবার, ১৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

আবার পরীক্ষা দাবি অনশনে রাবির ৫৩ শিক্ষার্থী

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ফাইনাল পরীক্ষায় ৬৪ জনের মধ্যে মাত্র ১১ জনের পরীক্ষা নিয়েছে পরীক্ষা কমিটি। বিভাগের এক শিক্ষার্থীর বাবা মারা যাওয়ায় সে অংশগ্রহণ করতে পারেননি। সহপাঠীর পিতা মারা যাওয়ায় অন্যরাও পরীক্ষা দেননি। এ ঘটনায় আবারও পরীক্ষা নেওয়ার দাবিতে আমরণ অনশনে নেমেছেন শিক্ষার্থীরা। গতকাল দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন তারা। পরীক্ষাটি আবার নিতে বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান বলেন, ‘বিষয়টি শুনেছি। আমি বিভাগকে বলেছি যেন কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হয়। বিভাগে এ বিষয়ে আলোচনা করে পুনরায় পরীক্ষাটি নিতে নির্দেশনা দিয়েছি। দুশ্চিন্তা না করে শিক্ষার্থীদের অনশন তুলে নিতে বলেছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর