মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

তোশকে ঢুকিয়ে ওমানে গাঁজা পাচারের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তোশকে ঢুকিয়ে অভিনব কায়দায় মধ্যপ্রাচ্যের ওমানে গাঁজা পাচারের অভিযোগে মোহাম্মদ রুবেল নামে এক বিমানযাত্রীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ। এ সময় গাঁজা পাচারের সহযোগিতার অভিযোগে রুবেলের সহযোগী নিজাম উদ্দিন নামে আরেক যুবককেও গ্রেফতার করা হয়। গতকাল সকালে ফ্লাই দুবাইয়ের একটি বিমানযোগে রুবেলের দুবাই হয়ে ওমানের রাজধানী মাসকাট যাওয়ার কথা ছিল। শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক সরোয়ার ই জাহান বলেন,  অভিনব কায়দায় তোষকে ঢুকিয়ে ৬ কেজি গাঁজা ওমানে নেওয়ার চেষ্টা করেন রুবেল। ব্যাগেজ স্ক্যানারে নিয়োজিত নিরাপত্তা কর্মীদের তৎপরতায় ধরা পড়ে সেই গাঁজার চালান। পরে রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে নিজাম নামে তার সহযোগীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তিনি বলেন, এমনভাবে তোষক দুটি তৈরি করে যা সাধারণ চোখে ধরা পড়ার কথা নয়। কিন্তু নিরাপত্তা কর্মীদের দক্ষতার কারণেই চালানটি আটক করা সম্ভব হয়েছে। দুটি তোষক জব্দ করার পর তাতে ৬ কেজি গাঁজা পাওয়া যায়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর