রবিবার, ৩১ মার্চ, ২০১৯ ০০:০০ টা

পদত্যাগ দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান উপাচার্যের দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আন্দোলনের চতুর্থ দিন অতিবাহিত হয়েছে। আন্দোলনের মুখে কর্তৃপক্ষ একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দিলেও গতকাল চতুর্থ দিনে উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করে শিক্ষার্থীরা। বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে চলে মুহুর্মুহু স্লোগান।

এদিকে গত শুক্রবার রাতে উপাচার্য তার           বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠালেও এই বিষয়টি এখন আর শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য নয় বলে জানানো হয়। তাই উপাচার্যের দুঃখ প্রকাশের পরও আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর