বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

চট্টগ্রামে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর নাসিরাবাদ শিল্প এলাকায় অক্সিজেন কারখানায় সিলিন্ডার রিফুয়েল করার সময় বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। তারা হলেন ফেনীর মোহাম্মদ ছাবেদ (৩০) ও বরিশালের পবিত্র কুমার দাশ (৬০)। গতকাল সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে আরও এক শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। তার নাম নূর ওসমান (২৮)। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, শফিকুর ইসলাম চৌধুরীর মালিকানাধীন সিরাজ আনু নামে   অক্সিজেন কারখানায় সকালে সিলিন্ডার রিফুয়েলিংয়ের সময় বিস্ফোরণ ঘটে। এতে তিনজন অগ্নিদগ্ধ হন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর টিম ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়  লোকজন দগ্ধ ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান। সেখানে দুজন মারা যান। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, এ ঘটনায় অগ্নিদগ্ধ শ্রমিক নূর ওসমান হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্য দুজন হাসপাতালে আনার পরপরই মারা যান। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কারখানায় অগ্নিনির্বাপণ সরঞ্জাম, শ্রমিকদের নিরাপত্তা সরঞ্জাম ছিল না। এমনকি কারখানার দেয়াল আরসিসি ঢালাইয়ের পরিবর্তে দেওয়া হয়েছে ইটের দেয়াল।

সর্বশেষ খবর