বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা
নির্বাচনী প্রচারে ফেরদৌস-নূর

তারা সঠিক কাজ করেননি

-বাংলাদেশ উপ-হাইকমিশন

কলকাতা প্রতিনিধি

ভারতে চলমান লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারণায় বাংলাদেশের দুই অভিনেতা ফেরদৌস আহমেদ ও গাজী আবদুন নূরের অংশ নেওয়া এবং বিতর্ক তৈরি হওয়ার ঘটনায় কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন বলেছে, বাংলাদেশের নাগরিক হিসেবে তারা সঠিক কাজ করেননি। গতকাল সন্ধ্যায় উপ-হাইকমিশন প্রাঙ্গণে মুজিবনগর দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের ফাঁকে উপ-হাইকমিশনার তৌফিক হাসান এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘সরকারিভাবে আমাদের কিছুই জানানো হয়নি। এ বিষয়টি আমরা সংবাদপত্র থেকেই জানতে পেরেছি।

কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে তারা যে কাজ করেছেন সেটা সঠিক নয়। আমরা বিষয়টি জানার পর তাকে নিষেধ করি এবং বলি, এটা করা আপনার পক্ষে উচিত হচ্ছে না।’ ঘটনার পর গত মঙ্গলবারই ফেরদৌস দেশে ফিরে গেছেন। উল্লেখ্য, গত ১৪ এপ্রিল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে ইসলামপুরে একটি প্রচারণায় অংশ নেন ফেরদৌস। একটি হুডখোলা গাড়িতে করে টালিগঞ্জের অভিনেতা অঙ্কুশ ও অভিনেত্রী পায়েল সরকারের সঙ্গে ‘রোডশো’তে দেখা যায় ফেরদৌসকে। রোডশোর পর একটি জনসভায় অংশ নিতে দেখা যায় তাকে।  অন্যদিকে ‘দমদম’ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের হয়ে প্রচারণায় অংশ নিতে দেখা যায় গাজী আবদুন নূরকে। ওই প্রচারণায় টিভি ধারাবাহিক ‘রানী রাসমণি’ খ্যাত অভিনেতা নূরের সঙ্গেই ছিলেন রাজ্যটির সাবেক মন্ত্রী ও তৃণমূল নেতা মদন মিত্র।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর