মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

রূপগঞ্জে গ্যাস থেকে বিস্ফোরণ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক

রূপগঞ্জে গ্যাস থেকে বিস্ফোরণ, নিহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাইপলাইনের লিকেজ থেকে ছড়িয়ে পড়া গ্যাস বিস্ফোরিত হয়ে দুজন নিহত ও আগুনে দগ্ধ হয়ে চারজন আহত হয়েছেন। বিস্ফোরণে ঘরের দেয়াল ধসে পড়েছে।

গতকাল ভোরে উপজেলার ভুলতা ইউনিয়নের সাওঘাট এলাকায় ওয়াসিম মিয়ার তিনতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই যুবক হলেন- রাকিব (২৭) ও শামীম (২৮)। দগ্ধরা হলেন- তরিকুল (৩০), হযরত আলী (৩২), লিয়াকত (৪০) ও আরিফুল (৪২)। ঢামেক সূত্র জানায়, রবিবার রাতে ওই মেস বাসার রান্নাঘরে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস ছড়িয়ে থাকে। ভোরে মেসের কেউ একজন রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে আগুন পুরো ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। এ সময় ফ্ল্যাটের অন্য বাসিন্দারাও দগ্ধ হন। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভায় এবং দগ্ধ ছয়জনকে গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। এর মধ্যে দুজনের মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে পাঠানো হয়। আহত-নিহত সবাই গার্মেন্টকর্মী বলে জানা গেছে।

 

সর্বশেষ খবর