শনিবার, ১১ মে, ২০১৯ ০০:০০ টা

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক

রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

প্রথম জুমায় গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড় -বাংলাদেশ প্রতিদিন

গতকাল ছিল পবিত্র রমজানের প্রথম জুমাবার। এবারের রমজানে রহমতের ১০ দিনের মধ্যে একটি জুমাবার পড়েছে। আগামী বৃহস্পতিবার শেষ হবে রহমতের প্রথম ১০ দিন। সে কারণে প্রথম জুমায় গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়। এছাড়া সারা দেশের সব মসজিদেও মুসল্লিদের সরব উপস্থিতি।

জুমায় অনেক মুসল্লির সঙ্গে নামাজে শরিক হওয়ার জন্য দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমান সকাল ১১টা থেকে বায়তুল মোকাররম মসজিদে জড়ো হতে থাকেন। জুমার আজান দেওয়ার পর পরই মসজিদের সাততলা মুসল্লিতে ভরে যায়। নামাজ শুরুর আগ পর্যন্ত মসজিদের উত্তর, দক্ষিণ গেট পেরিয়ে রাস্তায়ও মানুষ অবস্থান নেয়।

 প্রচন্ড রোদ উপেক্ষা করে কেউ জায়নামাজ, কেউ বা কাপড় বা খবরের কাগজ বিছিয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা আল্লাহর রহমত লাভের আশায় দুই হাত তুলে মুনাজাত করেন। অনেক মুসল্লি দুই চোখের পানিতে বুক ভাসান। বায়তুল মোকাররম মসজিদে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধির জন্যও দোয়া কামনা করা হয়।

সর্বশেষ খবর