সোমবার, ২০ মে, ২০১৯ ০০:০০ টা

শিল্পকলায় ‘নিত্যপুরাণ’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ‘নিত্যপুরাণ’

রমজানে স্থবির সাংস্কৃতিক অঙ্গন। নাটক মঞ্চায়ন তো দূরের কথা নাট্যকর্মীদের আনাগোনাও খুব একটা দেখা যায় না নাটকপাড়ায়। আর এ বিষয়টি উপলব্ধি করে ‘নিত্যপুরাণ’ নাটকের দুদিনের মঞ্চায়নের আয়োজন করেছে নাট্যদল দেশনাটক। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে শুরু হয় ‘নিত্যপুরাণ’-এর দুদিনব্যাপী উৎসব।

হিন্দু সমাজে জাতের ভেদাভেদ প্রবল। শ্রেণি বৈষম্যের কারণে প্রায়ই নির্যাতনের শিকার হয় নিম্নবর্ণের মানুষ। মহাভারতের ‘একলব্য’ তেমনি একটি চরিত্র। নিচু জাতের বলে প্রতি পদে পদে লাঞ্ছনা আর বৈষম্যের শিকার হয় একলব্য। এমন গল্প নিয়েই মহাভারত অবলম্বনে দেশনাটক মঞ্চায়ন করেছে ভিন্ন ধারার গল্পের নাটক ‘নিত্যপুরাণ’। নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র নিম্নবর্ণের সন্তান একলব্যকে ঘিরেই প্রযোজনাটি বিন্যস্ত হয়েছে। পঞ্চপা বের সঙ্গে অস্ত্রশিক্ষা লাভের জন্য শিক্ষাগুরু দ্রোণাচার্যের কাছে যায় একলব্য। তবে নিচু জাত বলে একলব্যকে শিষ্য হিসেবে গ্রহণে অস্বীকৃতি জানান দ্রোণাচার্য। দ্রোণাচার্যের শিষ্য অর্জুন অর্থাৎ পঞ্চপা ব একলব্যের কাছে পরাজিত হন ধনুবিদ্যায়। অস্ত্র প্রতিযোগিতার শর্তানুসারে মৃত্যুর মুখোমুখি হয় পঞ্চপা ব। কিন্তু দ্রোণাচার্যের কুটিলতায় বেঁচে যায় পঞ্চপা বের জীবন। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনি। মাসুম রেজা রচিত ও নির্দেশিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুন চৌধুরী রিপন, বন্যা মির্জা, কামাল আহমেদ, ফিরোজ আলম, লরেন্স উজ্জ্বল গোমেজ, হোসাইন নীরব, মাইনুল হাসান মাঈন, সমাপন সরকার, সুস্মিতা সাহা প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর