মঙ্গলবার, ২১ মে, ২০১৯ ০০:০০ টা

ইস্ট ওয়েস্ট মিডিয়া পরিদর্শন এনডিসি প্রতিনিধি দলের

নিজস্ব প্রতিবেদক

ইস্ট ওয়েস্ট মিডিয়া পরিদর্শন এনডিসি প্রতিনিধি দলের

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া হাউসগুলো গতকাল পরিদর্শন করেছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ৯০ জন সামরিক ও বেসামরিক কর্মকর্তা -বাংলাদেশ প্রতিদিন

বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া হাউসগুলো পরিদর্শন করেছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) এবারের ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণকারী ৯০ জন সামরিক ও বেসামরিক কর্মকর্তা। গতকাল মেজর জেনারেল মুশফিকুর রহমানের নেতৃত্বে এনডিসি প্রতিনিধি দলটি মিডিয়া প্রতিষ্ঠানগুলো পরিদর্শনে আসেন। এ সময় গণমাধ্যমের সাম্প্রতিক প্রবণতাসহ বিভিন্ন দিক নিয়ে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তারা। তাদের স্বাগত জানান বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন ও ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী। পরে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজামের সঞ্চালনায় ইডব্লিউএমজিএল সম্মেলন কক্ষে মতবিনিময়ে অংশ নেন এনডিসির কর্মকর্তারা। এ সময় বাংলাদেশের গণমাধ্যম নিয়ে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নিউজ টোয়েন্টিফোর ইনচার্জ হাসনাইন খুরশেদ, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, নিউজ টোয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক নিউজ টোয়েন্টিফোরের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমানসহ অন্যরা। এ সময় বাংলাদেশ প্রতিদিনের যুগ্মসম্পাদক আবু তাহের ও বাংলানিউজটোয়েন্টিফোর ডট কমের সম্পাদক জুয়েল মাজহার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, সোশ্যাল মিডিয়ার এই যুগে বস্তুনিষ্ঠ তথ্য জানাতে মূলধারার গণমাধ্যমের অনেক দায়বদ্ধতা আছে। সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য ছড়ানোর প্রবণতায় রামুতে দাঙ্গা সহিংসতার ঘটনা ঘটেছে। নিউমিডিয়া, অনলাইন মিডিয়ার যুগেও চ্যালেঞ্জ নিয়ে টিকে আছে প্রিন্ট মিডিয়া। দেশকে ব্র্যান্ডিং করার বিষয়ে মিডিয়ার ভূমিকা বিষয়ে প্রশ্ন করেন এনডিসি প্রতিনিধি দলের সদস্যরা। এ ব্যাপারে গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তারা বলেন, ‘খারাপ খবরই ভালো খবর’ এখন এই বৃত্ত ভেঙে গেছে। দেশের উন্নয়ন কর্মকা  তুলে ধরতে গড়ে ওঠা উন্নয়ন সাংবাদিকতা সাংবাদিকতার নতুন ধারা। মিডিয়া সমাজের মানুষকে শিক্ষা দেওয়া, সচেতন করা, বিনোদিত করার মধ্য দিয়ে ওয়াচডগের ভূমিকা পালন করছে।

মতবিনিময় শেষে মেজর জেনারেল মুশফিকুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। পরে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও রেডিও ক্যাপিটাল পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। এরপর বসুন্ধরা গ্রুপের ছাপাখানা পরিদর্শন করেন দলটি। এবার কোর্সে ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাজ্যসহ ১৬টি দেশের সামরিক কর্মকর্তারা অংশ নিচ্ছেন। বাংলাদেশের সামরিক কর্মকর্তাদের সঙ্গে আছেন ১৫ জন বেসামরিক কর্মকর্তাও।

সর্বশেষ খবর