বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯ ০০:০০ টা
বঙ্গবন্ধু মেডিকেলে নিয়োগ

মামলা আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

মামলা আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসক নিয়োগ পরীক্ষা বন্ধের দাবিতে আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিএসএমএমইউর ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ বাদী হয়ে মঙ্গলবার রাতে শাহবাগ থানায় মামলাটি করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করা হয়েছে। মামলায় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের নামে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টিসহ উপাচার্যের কার্যালয় ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। গতকাল শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান জানান, মামলার কপি আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দুপুরে চিকিৎসকদের আন্দোলনের মুখে চিকিৎসক নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়।

জানা যায়, কয়েকদিন ধরে লিখিত পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিএসএমএমইউর ২০০ মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষার ফল বাতিল ও উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন চিকিৎসকরা। গত ২০ মার্চ অনুষ্ঠিত ওই পরীক্ষার ফল ১২ মে প্রকাশ করা হয়। এরপরই অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন তারা। 

সর্বশেষ খবর