শিরোনাম
সোমবার, ১৭ জুন, ২০১৯ ০০:০০ টা

যুগ্ম সচিব হলেন ১৩৬ কর্মকর্তা আছেন বঞ্চিতরাও

নিজস্ব প্রতিবেদক

প্রশাসনের বিভিন্ন ব্যাচের ১৩৬ কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এই মেয়াদে আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার পর এটিই হচ্ছে প্রশাসনে মোটাদাগে পদোন্নতি। গতকাল বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১২ জন হচ্ছেন জেলা প্রশাসক। যারা বর্তমানে বিভিন্ন জেলায় কর্মরত রয়েছেন। নতুন জেলা প্রশাসকরা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বর্তমান জেলা প্রশাসকরা ওই দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশ থেকে জানা গেছে, সরকার বিসিএস প্রশাসন ক্যাডারের একাদশ, ত্রয়োদশ, পঞ্চদশ ও সপ্তদশ ব্যাচের ১৩৬ জন উপসচিবকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে। পদোন্নতি পাওয়া অন্যান্য ব্যাচের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে নানা কারণে পদোন্নতিবঞ্চিত ছিলেন। এবার তাদের পদোন্নতি হয়েছে। নিয়ম অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বেশির ভাগকেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাদের পদায়ন করা হয়নি। অবশ্য জেলা প্রশাসক হিসেবে কর্মরত ১২ জন উপসচিবসহ আরও বেশ কয়েকজনকে পদোন্নতির পাশাপাশি বদলিকৃত নতুন কর্মস্থলও দিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর