শিরোনাম
বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯ ০০:০০ টা

পরিবহন মালিক-জনতা মুখোমুখি

বিআরটিসি বাস নিয়ে সিলেটে তুলকালাম, চলছে আন্দোলন, পাল্টা ধর্মঘট

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

পরিবহন মালিক-জনতা মুখোমুখি

বিআরটিসি বাস চালু নিয়ে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ৭২ ঘণ্টার ধর্মঘট নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে সিলেট ও সুনামগঞ্জ। সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চালুর প্রতিবাদে আগামী ২৪ জুন থেকে সিলেট বিভাগের চার জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সব সড়কে এই ধর্মঘট আহ্বান করেছেন সড়ক-পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটের প্রতিবাদে সিলেট ও সুনামগঞ্জে প্রতিদিন নানা কর্মসূচি পালিত হচ্ছে। অন্যদিকে, বিআরটিসি বাস বন্ধের দাবিতে ধর্মঘটে অনড় অবস্থান নিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরাও। যাত্রীদের দীর্ঘদিনের দাবির মুখে গত ৩ জুন থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে শুরু হয় বিআরটিসি বাস সার্ভিস। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এই বাস সার্ভিসের উদ্বোধন করেন। বিআরটিসি বাস সার্ভিস চালুর পরদিন থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। পরে প্রশাসন ও যাত্রীদের চাপের মুখে আধাবেলা পরই স্থগিত করা হয় ধর্মঘট। এদিকে, সুনামগঞ্জ পরিবহন মালিক শ্রমিকরা ধর্মঘট স্থগিত করলেও বিআরটিসি বাসের বিরুদ্ধে অবস্থান নেন ‘সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ’। সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে প্রথমে তারা ২৩ জুন থেকে সিলেট বিভাগের চার জেলা ও পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৭২ ঘণ্টার ধর্মঘট আহ্বান করেন। ওইদিন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী হওয়ায় ২৩ জুনের পরিবর্তে ২৪ জুন  থেকে ধর্মঘট শুরুর ঘোষণা দেন তারা। ধর্মঘট সফলে পরিবহন শ্রমিকরাও দফায় দফায় বৈঠক করে যাচ্ছেন। এদিকে, বিআরটিসি বাস চলাচল অব্যাহত রাখা এবং পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটের প্রতিবাদে সিলেট ও সুনামগঞ্জে প্রতিদিনই নানা কর্মসূচি পালিত হয়েছে। ধর্মঘটের প্রতিবাদে গতকাল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচি থেকে ধর্মঘটের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে সিলেট-সুনামগঞ্জ ছাড়াও সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ সব সড়কে বিআরটিসি বাস চালুর দাবি জানানো হয়।

সর্বশেষ খবর