সোমবার, ২৪ জুন, ২০১৯ ০০:০০ টা

রাজশাহীতে শ্রমিক লীগের দুই গ্রুপে হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে শ্রমিক লীগের দুই গ্রপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রবিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলের ডালা নিয়ে নগর আওয়ামী লীগ কার্যালয়ে আসেন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানার সমর্থকরা।

তারা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিতে চাইলে বাধা দেন শ্রমিক লীগের সভাপতি আবুল খায়েরের সমর্থকরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে পৌঁছায়। নগর শ্রমিক লীগের নেতা সাগর জানান, সবাই মিলে ফুল দেওয়ার কথা। কিন্তু সাধারণ সম্পাদক তার অনুসারীদের নিয়ে একাই ফুল দিতে যান। এ নিয়েই ঘটনার সূত্রপাত। রাশেদ নামে শ্রমিক লীগের আরেক নেতা জানান, সভাপতি আগে থেকেই সেখানে ছিলেন। ইচ্ছা করেই তার লোকজন দিয়ে ঝামেলা করেছেন। নগর শ্রমিক লীগের সভাপতি আবুল খায়ের জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। ফলে কি ঘটেছে তিনি জানেন না। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান, শ্রমিক লীগের দুই গ্রুপের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। তিনি গিয়ে সেটি মিটিয়ে দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর