বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা

সেই অ্যাটর্নিদের পদত্যাগ করতে হবে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

গতকাল রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। আইনমন্ত্রী বলেন, ‘নতুন নিয়োগ হোক আর পুরান যারা আছেন তারা থাকুক, কিন্তু নিয়োগ প্রক্রিয়া নতুন করে দেওয়া হবে। ২০১৭ সালের আগে যারা ডেপুটি ও সহকারী আটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেনÑ তাদের পদত্যাগ করতে হবে।’ মন্ত্রী বলেন, ‘তাদের পদত্যাগের বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে লিখিতভাবে জানিয়েছি। তিনি নিশ্চয়ই পদক্ষেপ নিচ্ছেন। তবে এখন পর্যন্ত কোনো পদত্যাগপত্র পাইনি। এখন আবারও তাদের (ডিএজি ও এএজিদের) পদত্যাগ করতে বলছি, আশা করি আপনাদের মাধ্যমে (গণমাধ্যম) তাদের সবার কাছে এ আহ্বান পৌঁছে যাবে।’

ডিআইজি মিজানকে নিয়ে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে সাংবাদিককে তলবের বিষয়ে মন্ত্রী বলেন, ‘বিষয়টি অবগত নই। তবে যেটি বলব, দুদক একটি স্বাধীন সংস্থা। এ বিষয়ে কোনো প্রশ্ন যদি করতে হয় তাহলে দুদককে করাই শ্রেয়।’ খেলাপিদের বিষয়ে সরকারের সিদ্ধান্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আপনারা জানেন, বিচারিক বিষয়ে কখনো কোনো কথা বলি না। আপনারা সিম্পলি দেখেনÑ সরকার আইনসম্মত ও সংবিধানের ভিতরে থেকে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেয়; তেমনি রাষ্ট্রের বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইন সভা সেই বাস্তবতাকে নিয়ে কাজ করে।’

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ডেএজি ও এএজিদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। আইন মন্ত্রণালয়ের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়ে থাকে। বর্তমানে ৬৭ জন ডিএজি ও ১০৭ জন এএজি দায়িত্ব পালন করছেন। জানা গেছে, তাদের মধ্যে অনেকেই পদত্যাগপত্র প্রস্তুত রেখেছেন। এখন শুধু সংশ্লিষ্ট দফতরে জমা দেওয়া বাকি রয়েছে।

সর্বশেষ খবর