সোমবার, ২২ জুলাই, ২০১৯ ০০:০০ টা
এরশাদের আসনে উপনির্বাচন

অক্টোবরের প্রথম সপ্তাহে ভোটগ্রহণ, তফসিল আগস্টে

নিজস্ব প্রতিবেদক

অক্টোবরের প্রথম সপ্তাহে রংপুর-৩ আসনে উপনির্বাচন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগস্টের শেষ সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে।

গতকাল নির্বাচন কমিশনের সভায় নির্বাচন কমিশনাররা এ ব্যাপারে ঐকমত্য    পোষণ করেন। এ আসনের উপনির্বাচন ইভিএম ব্যবহারের পরিকল্পনাও রয়েছে ইসির। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসন শূন্য ঘোষণা হয়।  গত ১৪ জুলাই তিনি ইন্তেকাল করেন। ইসি বৈঠকের কার্যপত্রে বলা হয়েছে,  সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বা অক্টোবরের প্রথম  সপ্তাহে রংপুর-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই সময়ের মধ্যে এ উপনির্বাচন অনুষ্ঠানের জন্য আগস্টের শেষে অথবা ১ সেপ্টেম্বরের মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা প্রয়োজন হবে।

তবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন করতে হলে আগস্ট মাসের ২০ তারিখের মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা প্রয়োজন হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর