দীর্ঘ ১১ বছর পর ভারমুক্ত হলো সিলেট জেলা যুবলীগ। সম্মেলনে ভোটের মাধ্যমে কাউন্সিলররা বেছে নিয়েছেন তাদের নতুন নেতৃত্ব। সভাপতি নির্বাচিত হয়েছেন ১১ বছর থেকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে থাকা শামীম আহমদ (ভিপি শামীম)। কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয়ে ভারমুক্ত হয়েছেন তিনি। অপরদিকে ১১ বছরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোন্দকার মহসিন কামরানের স্থলাভিষিক্ত হয়েছেন নির্বাচিত সধারণ সম্পাদক শামীম আহমদ। একইভাবে মহানগর যুবলীগের শীর্ষ পদে ভোট হলেও পরিবর্তন আসেনি নেতৃত্বে। পাঁচ বছর থেকে আহ্বায়কের দায়িত্বে থাকা আলম খান মুক্তিই নির্বাচিত হয়েছেন সভাপতি পদে। আর সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার। কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সিলেটে যুবলীগের অতীত গৌরবময় অধ্যায় আবারও ফিরে আসবে বলে মনে করছেন দলীয় নেতা-কর্মীরা। গত সোমবার (২৯ জুলাই) সিলেট জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের আগেই সভাপতি ও সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইর আভাস মিলছিল। দীর্ঘদিন পর সম্মেলন আয়োজন হওয়ায় নেতা-কর্মীদের মাঝেও ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কাউন্সিলে ১১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ (ভিপি শামীম)। সাধারণ সম্পাদক পদে ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হন সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমদ। এদিকে, গত ২৭ জুলাই অনুষ্ঠিত হয় মহানগর যুবলীগের সম্মেলনে।
ওই সম্মেলনে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হন সাবেক আহ্বায়ক আলম খান মুক্তি। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার।