বুধবার, ৭ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

বগুড়ার পশুর হাটে পুলিশের সতর্ক প্রহরা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

আসন্ন ঈদুল আজহা ঘিরে জমে উঠছে উত্তরের প্রবেশদ্বার খ্যাত বগুড়ার পশুর হাটগুলো। বিগত বছরগুলোর চেয়ে এবার দেশি জাতের গরুর সমাগম বেশি। বগুড়ার অর্ধশতাধিক কোরবানির পশুর হাটের কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে জেলা পুলিশ। হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করাসহ জাল টাকা শনাক্ত করতে বসানো হয়েছে শনাক্তকারী মেশিন। পাশাপাশি অসুস্থ গরু শনাক্ত করতে জেলা প্রাণিসম্পদ বিভাগ হাটে পশু চিকিৎসকদের সমন্বয়ে ক্যাম্প স্থাপন করেছে। এসব ক্যাম্পে খুরারোগসহ বিভিন্ন অনিয়মতান্ত্রিক পন্থায় গরু মোটাতাজাকরণ শনাক্ত কাজ চলছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম তালুকদার জানান, জেলার পশু হাটগুলোতে তাদের টিম মনিটরিং করছে। হাটে যেন কোনো অসুস্থ পশু বিক্রি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে।

বগুড়ার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান জানান, বগুড়ায় কোরবানির পশুর হাটে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে। পাশাপাশি গোয়েন্দা পুলিশের নজরদারি রয়েছে হাটগুলোতে। হাটে অতিরিক্ত টোল আদায়, প্রতারণা, চাঁদাবাজি, ছিনতাই, অজ্ঞান পার্টির তৎপরতা রোধে পুলিশ মোতায়েন করা হয়েছে। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক জানান, সদরের হাটগুলোতে প্রচুর দেশি জাতের গরু আসছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর