ছুটির আমেজ কাটেনি নগরীতে। এখনো চারদিক ফাঁকা। ঈদের ছুটির তিন দিন পর গতকাল প্রথম কর্মদিবসে অফিস, আদালত ও ব্যাংকে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল নগণ্য। একই দৃশ্য দেখা গেছে বেসরকারি বা ব্যক্তিগত অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও। চট্টগ্রাম নগরীতে প্রায় ৭০ লাখ মানুষের বসবাস থাকলেও কোরবানির ঈদকে ঘিরে অর্ধেক তথা ৩৫ লাখ বাসিন্দা নিজ নিজ গ্রামের বাড়িতে ঈদ করতে গেছেন বলে ধারণা চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষের। তাই প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি পুরোপুরি উপভোগ করতে সরকারি-বেসরকারি চাকুরেদের অনেকেই বুধ-বৃহস্পতি দুই দিন ছুটি মঞ্জুর করিয়েছেন। এমনিতেই জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ১৫ আগস্ট কিছু কিছু প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বুধবারের ছুটি মঞ্জুর করিয়ে সরকারি-বেসরকারি চাকুরেরা স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে নিজ নিজ গ্রামেই রয়ে গেছেন। ফলে ছুটির আমেজ কাটিয়ে পূর্ণ কর্মব্যস্ত নগর হয়ে উঠবে আগামী রোববার থেকে। গতকাল যারা কাজে যোগ দিয়েছেন, তাদের দিনের প্রথম ভাগ কেটেছে ঈদের কোলাকুলি ও কুশল জানাজানিতে। এদিকে তিন দিনের ঈদের ছুটি শেষে কেউ কেউ নগরে ফিরতে শুরু করেছেন। নগরের সব বাস এবং রেলওয়ে স্টেশনে বাড়ি ফেরত মানুষের ভিড় দেখা গেছে। রেলওয়ের পূর্বাঞ্চলের দফতর, জীবনবীমা ভবনসহ বিভিন্ন সরকারি দফতর বুধবার সকাল ৯টায় খোলা হলেও বেলা ১১টার দিকেও অধিকাংশ অফিস-দফতর ফাঁকা দেখা গেছে। রেলওয়ের পূর্বাঞ্চলের ব্যবস্থাপক বোরহান উদ্দিন বলেন, প্রথম কর্মদিবসে উপস্থিতি কম। যারা বাড়তি ছুটি নিয়েছেন তারা রোববার থেকে কাজে যোগ দেবেন। অনেকটা একই রকম কথা বললেন আগ্রাবাদ জীবনবীমা করপোরেশনের কর্মকর্তা আকতার কামাল চৌধুরী। তিনি বলেন, প্রায় প্রতি ঈদের ছুটির শেষে এ রকম ফাঁকা থাকে। অনেকে দূর-দূরান্তের বাড়িতে ঈদ করতে যেতে- আসতেই সময় চলে যায়। তাই তারা বাড়তি ছুটি নিয়ে দুয়েকদিন পরে কাজে যোগ দেন। এবারও তাই ঘটেছে।
শিরোনাম
- জনগণকে যারা বাদ দিয়েছে, তারাই আজ জনগণ থেকে বিচ্ছিন্ন : খোকন
- রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে : এ্যানী
- ৫০০ মিটার সেতুর অভাবে তিন জেলার মানুষের ভোগান্তি
- নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু
- নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা-র্যালি
- হুথিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
- নির্বাচিত সরকার ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে : শিল্প উপদেষ্টা
- ৭৭ বছরে পা দিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস
- আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ
- স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
এখনো ফাঁকা নগরী কাটেনি ঈদ আমেজ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর