শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

উত্তাল পঞ্চগড়

আসমা হত্যার মূল আসামি বাঁধনের আত্মসমর্পণ

পঞ্চগড় প্রতিনিধি

ঢাকার কমলাপুর রেলস্টেশনে একটি পরিত্যক্ত রেলের বগিতে পঞ্চগড়ের মাদ্রাসা ছাত্রী আসমা খাতুনকে (১৭) ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পঞ্চগড়। বিচারের দাবিতে গতকাল সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  অন্যদিকে বৃহস্পতিবার রাতে এই মামলার প্রধান আসামি ফারুফ হাসান বাঁধন সদর থানায় আত্মসমর্পণ করেছে। পুলিশ তাকে আটকের দাবি করেছে। কিন্তু কোথা  থেকে আটক করা হয়েছে তা জানায়নি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বাঁধনের মা সাংবাদিকদের জানান, বাঁধন বাড়িতে এলে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। রাতেই সদর থানায় আত্মসমর্পণ করে সে। সদর থানার অফিসার ইনচার্জ আবু আক্কাস আলী আহমদ বাঁধনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ঢাকা থেকে রেলওয়ে পুলিশের একটি দল রওয়ানা হয়েছে। আসামিকে তাদের হাতে তুলে দেওয়া হবে। গতকাল সকালে ঢাকা-বাংলাবান্ধা মহাসড়কের শের-ই-বাংলা পার্ক মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ জেলার নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। ‘বাঁচাও পঞ্চগড়’ নামের একটি সামাজিক সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্বাস আলী, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা পরিষদ সদস্য আক্তারুন্নাহার সাকি, সমাজ কর্মী আনোয়ারুল ইসলাম খায়েরসহ আসমার বাবা ও চাচা বক্তব্য রাখেন। মানববন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেয়।  এ সময় বক্তারা বলেন, শুধু প্রধান আসামি নয় এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত গ্রেফতার করে বিচার করা হোক। 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর