শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

কুবির ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি!

কুমিল্লা প্রতিনিধি

কুবির ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ক্যাফেটেরিয়ায় খেতে গিয়ে মুরগির মাংসের মধ্যে মিলেছে একটি টিকটিকি। এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে তোলপাড় চলছে। সূত্র জানায়, গত ২১ আগস্ট কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় দুপুরে ভাত খাওয়ার জন্য যান বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থী জোহায়ের বিন কায়েস, আবদুর রাজ্জাক ও শামিম। তারা খাওয়ার একপর্যায়ে দেখতে পান মুরগির মাংসের বাটিতে

আস্ত একটি টিকটিকি। এই পরিস্থিতিতে তারা ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে বিষয়টি জানিয়ে খাবার রেখে চলে আসেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে ক্যাফেটেরিয়ায় কর্মরতদের জিজ্ঞাসা করা হলে তারা বিষয়টি জানেন না বলে উত্তর দেন। তবে ক্যাফেটেরিয়ার ম্যানেজার মহিউদ্দিন মজুমদার বলেন, ‘আমি শুনেছি এমন একটা সমস্যা হয়েছে। তবে এটা অবশ্যই দুঃখজনক। আমরা চেষ্টা করি খাবার ভালোভাবে সংরক্ষণের জন্য। ভবিষ্যতে আমরা আরও সচেতন থাকব।’ বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘ক্যাফেটেরিয়ায় পানি, বৈদ্যুতিক ও ব্যবস্থাপনা সমস্যাগুলো আগামী সপ্তাহেই সমাধানের ব্যবস্থা করছি। খাবারের মানোন্নয়নসহ অন্যান্য বিষয়ে আমরা ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে বলব। এ ছাড়া ক্যাফেটেরিয়া পরিচালনার জন্য শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে দ্রুত একটি কমিটি গঠন করব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর