Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : রবিবার, ২৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ২৪ আগস্ট, ২০১৯ ২৩:৫৩

ধর্ষণের ঘটনায় কর কমিশনারের ছেলের ডিএনএর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ধর্ষণের ঘটনায় কর কমিশনারের ছেলের ডিএনএর নির্দেশ

খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ছাত্রীকে (২০) ধর্ষণের মামলায় আসামি কর কমিশনারের ছেলে শিঞ্জন রায়ের পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে মামলার বাদী অন্তঃসত্ত্বা ওই ছাত্রীর সঙ্গে শিঞ্জনের সম্পর্ক নিশ্চিত হতে দুজনের ডিএনএ পরীক্ষা ও মোবাইল কললিস্ট সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক গতকাল এ আদেশ দেন। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন। অভিযুক্ত শিঞ্জন খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের ছেলে।

এদিকে ঘটনা তদন্তে পুলিশ ও মিডিয়ার সামনে এসেছে নানা চমকপ্রদ তথ্য। জিজ্ঞাসাবাদে শিঞ্জন মামলার বাদী ওই ছাত্রীকে তার পূর্বপরিচিত ও তাকে নিয়ে কুয়াকাটাসহ বিভিন্ন স্থানে বেড়াতে যাওয়ার কথা স্বীকার করেছেন। এ ছাড়া যেসব বাড়িতে স্বামী-স্ত্রী হিসেবে তারা বসবাস করেছেন সেখানকার বাসিন্দারা এ বিষয়ে তথ্য-প্রমাণ দিতে শুরু করেছেন। একাধিক মেয়ের সঙ্গে শিঞ্জনের সম্পর্কের বিষয়টিও বেরিয়ে এসেছে। এর মধ্যে কিছু ছবিও আলামত হিসেবে পুলিশ জব্দ করেছে। একটি ছবিতে শিঞ্জন রায় ওই ছাত্রীর কপালে সিঁদুর লাগিয়ে তাকে কোলে করে হাস্যোজ্জ্বল অবস্থায় দাঁড়িয়ে আছে। অন্য ছবিতে শিঞ্জন রায়ের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। জানা যায়, বাবার অঢেল সম্পত্তির কথা বলে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলতেন শিঞ্জন। উল্লেখ্য, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে গত ১৬ আগস্ট শিঞ্জন রায়ের বিরুদ্ধে মামলা করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ওই ছাত্রী।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর