শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

নির্বাচন ভবনে আগুন শর্টসার্কিট থেকে, ক্ষতি পৌনে ৪ কোটি টাকা

তদন্ত প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশন ভবনের বেজমেন্টে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে। ইসির তদন্ত কমিটির রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। এ ঘটনায় ৩ কোটি ৭৭ লাখ ২১ হাজার ১৬৯ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, ‘আগুনের ঘটনায় তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছিল। আমরা কমিশনের সচিবের কাছে প্রতিবেদন দাখিল করেছি। তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকান্ডের সূত্রপাতের বিষয়টি উঠে এসেছে। আর্থিকভাবে ৩ কোটি ৭৭ লাখ ২১ হাজার ১৬৯ টাকার ক্ষতি হয়েছে।’ রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্টে রাত সোয়া ১১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে প্রায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, নির্বাচন ভবনে আগুনের ঘটনা তদন্তে গঠিত ছয় সদস্যের কমিটির প্রধান ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার প্রথম সভা এবং বুধবার দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বিকালে অনুষ্ঠিত হয় তৃতীয় সভা। এ সভার শেষে কমিটি ইসি সচিব মো. আলমগীরের কাছে প্রতিবেদন দাখিল করে।

সর্বশেষ খবর