‘টেকসই উন্নয়নে জীবপ্রযুক্তি’- এ স্লোগান সামনে রেখে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় জীবপ্রযুক্তি মেলা-২০১৯। বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) উদ্যোগে আয়োজন করা হয়েছে মেলার এ দ্বিতীয় আসর। গতকাল বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান মেলার উদ্বোধন করেন। ছুটির দিন থাকায় শিক্ষার্থী, গবেষক-শিক্ষক ও দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছিল মেলা প্রাঙ্গণ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইয়াফেস ওসমান বলেন, ‘জীবপ্রযুক্তির প্রসার বর্তমান বিশে^ সবচেয়ে বেশি। বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশের যে অগ্রগতি তা সবার সামনে তুলে ধরার পাশাপাশি আমরা কর্তব্যের কতটুকু করতে পেরেছি আর আগামীতে কি করব সেসব অবগত করতেই এ আয়োজন।’ তিনি বিজ্ঞানীদের আহ্বান জনিয়ে বলেন, আমার বিশ্বাস আপনারা দেশের স্বার্থে নিবেদিত হয়ে কাজ করবেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও এনআইবির মহাপরিচালক ড. মোহাম্মদ সলিমুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন। ২৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিল্প, ব্যবসা ও সেবা প্রতিষ্ঠান এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বশিক্ষিত গবেষকরা ৬৮টি স্টলে তাদের উদ্ভাবন শৈলী প্রদর্শন করছেন। মেলায় অংশগ্রহণকারীদের জন্য রয়েছে সচেতনতামূলক পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা, গবেষণা থিসিস ৩ মিনিটে উপস্থাপন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
ছুটির দিনে জমজমাট জীবপ্রযুক্তি মেলা
শেকৃবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর