‘টেকসই উন্নয়নে জীবপ্রযুক্তি’- এ স্লোগান সামনে রেখে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় জীবপ্রযুক্তি মেলা-২০১৯। বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) উদ্যোগে আয়োজন করা হয়েছে মেলার এ দ্বিতীয় আসর। গতকাল বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান মেলার উদ্বোধন করেন। ছুটির দিন থাকায় শিক্ষার্থী, গবেষক-শিক্ষক ও দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছিল মেলা প্রাঙ্গণ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইয়াফেস ওসমান বলেন, ‘জীবপ্রযুক্তির প্রসার বর্তমান বিশে^ সবচেয়ে বেশি। বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশের যে অগ্রগতি তা সবার সামনে তুলে ধরার পাশাপাশি আমরা কর্তব্যের কতটুকু করতে পেরেছি আর আগামীতে কি করব সেসব অবগত করতেই এ আয়োজন।’ তিনি বিজ্ঞানীদের আহ্বান জনিয়ে বলেন, আমার বিশ্বাস আপনারা দেশের স্বার্থে নিবেদিত হয়ে কাজ করবেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও এনআইবির মহাপরিচালক ড. মোহাম্মদ সলিমুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন। ২৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিল্প, ব্যবসা ও সেবা প্রতিষ্ঠান এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বশিক্ষিত গবেষকরা ৬৮টি স্টলে তাদের উদ্ভাবন শৈলী প্রদর্শন করছেন। মেলায় অংশগ্রহণকারীদের জন্য রয়েছে সচেতনতামূলক পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা, গবেষণা থিসিস ৩ মিনিটে উপস্থাপন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’