‘টেকসই উন্নয়নে জীবপ্রযুক্তি’- এ স্লোগান সামনে রেখে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী জাতীয় জীবপ্রযুক্তি মেলা-২০১৯। বিজয় সরণিতে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) উদ্যোগে আয়োজন করা হয়েছে মেলার এ দ্বিতীয় আসর। গতকাল বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান মেলার উদ্বোধন করেন। ছুটির দিন থাকায় শিক্ষার্থী, গবেষক-শিক্ষক ও দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছিল মেলা প্রাঙ্গণ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইয়াফেস ওসমান বলেন, ‘জীবপ্রযুক্তির প্রসার বর্তমান বিশে^ সবচেয়ে বেশি। বিজ্ঞান ও প্রযুক্তিতে বাংলাদেশের যে অগ্রগতি তা সবার সামনে তুলে ধরার পাশাপাশি আমরা কর্তব্যের কতটুকু করতে পেরেছি আর আগামীতে কি করব সেসব অবগত করতেই এ আয়োজন।’ তিনি বিজ্ঞানীদের আহ্বান জনিয়ে বলেন, আমার বিশ্বাস আপনারা দেশের স্বার্থে নিবেদিত হয়ে কাজ করবেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও এনআইবির মহাপরিচালক ড. মোহাম্মদ সলিমুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন। ২৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিল্প, ব্যবসা ও সেবা প্রতিষ্ঠান এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্বশিক্ষিত গবেষকরা ৬৮টি স্টলে তাদের উদ্ভাবন শৈলী প্রদর্শন করছেন। মেলায় অংশগ্রহণকারীদের জন্য রয়েছে সচেতনতামূলক পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা, গবেষণা থিসিস ৩ মিনিটে উপস্থাপন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
শিরোনাম
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে