শিরোনাম
সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

সিঅ্যান্ডএফ এজেন্ট মিজানের জামিন স্থগিতই থাকছে

নিজস্ব প্রতিবেদক

শুল্ক ফাঁকিসহ বিভিন্ন অভিযোগের মামলায় সিঅ্যান্ডএফ এজেন্ট মিজানুর রহমান চাকলাদারের (দীপু) জামিনের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। দুদকের করা আবেদন নিষ্পত্তি করে গতকাল আদেশ দেয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। পরে তিনি জানান, মিজানুর রহমান চাকলাদারকে হাই কোর্টের দেওয়া জামিনাদেশ ২৩ সেপ্টেম্বর স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠায়। পূর্ণাঙ্গ বেঞ্চ আবেদন নিষ্পত্তি করে চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছে। জানা গেছে, চট্টগ্রামের সি অ্যান্ড এফ এজেন্ট মিজানুর রহমান চাকলাদারকে আসামি করে ১৬ জানুয়ারি রমনা থানায় মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মামলায় সেদিনই মিজানুর রহমান চাকলাদারকে গ্রেফতার করে শুল্ক গোয়েন্দারা। ২৩ জানুয়ারি মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়। এ মামলায় গত ১৪ ফেব্রুয়ারি তাকে জামিন দেয় ঢাকা মহানগর হাকিম আদালত। এ জামিন বাতিল চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আবেদন করে বাদীপক্ষ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর